আজ : শুক্রবার ║ ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ║ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

চট্টগ্রামে আবারও গুলি, অটোরিকশা চালক আহত

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম নগরের বায়েজিদ থানার কুয়াইশ চালিতাতলী এলাকায় দুর্বৃত্তের গুলিতে মো. ইদ্রিস আলী (৩৭) নামে এক অটোরিকশা চালক আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ইদ্রিস চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন।

বিষয়টি নিশ্চিত করেছেন বায়েজিদ থানার ওসি জসিম উদ্দিন।

পুলিশ সূত্রে জানা গেছে, ইদ্রিস পরিবার নিয়ে বহদ্দারহাট এলাকায় থাকেন। তিনি পেশায় অটোরিকশা চালক। চট্টগ্রাম মেডিকেলে যাওয়া ইদ্রিসের পরিবারের সদস্যদের দাবি, মাদক কারবারে বাধা দেওয়ায় ইদ্রিসকে গুলি করা হয়েছে। এসময় তিনি হাঁটুতে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, আহত অবস্থায় একজনকে মেডিকেলে আনা হয়েছে। তিনি ২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।

উল্লেখ্য, এর আগে বুধবার সন্ধ্যায় নগরের বায়েজিদ থানার চালিতাতলী এলাকায় চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনের বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর নির্বাচনী গণসংযোগে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলির ঘটনায় সরোয়ার হোসেন বাবলা (৩৫) নামে একজন নিহত হন। এ সময় বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ পায়ে গুলিবিদ্ধ হন। বর্তমানে এরশাদ উল্লাহ বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ