
দেশচিন্তা ডেস্ক: শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাস থেকে চাকরীর সুযোগ করে দিতে সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর উদ্যোগে বায়েজিদ আরেফিন নগরে আগামী ৮ নভেম্বর, ২০২৫ ইং, শনিবার অনুষ্ঠিত হবে দিনব্যাপী ক্যারিয়ার ফেস্ট ও প্লেসমেন্ট ডে। এতে দেশের স্বনামধন্য ২৫টি চাকরিদাতা প্রতিষ্ঠানে ক্যাম্পাসে সিভি জমা দিয়ে ক্যারিয়ার গড়ার সুযোগ পাবেন শিক্ষার্থীরা। এই আয়োজনের উদ্দেশ্য হলো শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী এবং নিয়োগকর্তাদের একটি একক প্লাটফর্মে সংযুক্ত করা যাতে কর্মসংস্থানের প্রচার , পেশাদার সম্পর্ক গড়ে তোলা এবং টেকসই উন্নয়নের লক্ষ্যের সাথে সারিবদ্ধ করা যার ফলে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (বিএসি) প্রয়োজনীয় শর্ত ও নির্দেশনা পূরণ হয়। ৮ নভেম্বর, ২০২৫ ইং, শনিবার সকালে আনুষ্ঠানিকভাবে ক্যারিয়ার ফেস্ট ও প্লেসমেন্ট ডে এর শুভ উদ্বোধন করবেন সাউদার্ন ইউনিভার্সিটির উপাচার্য সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। দিনব্যাপী ক্যারিয়ার ফেস্ট ও প্লেসমেন্ট ডে—তে বিশেষ আলোচনা পর্বে দেশের জনপ্রিয় প্রতিষ্ঠানের এইচআর হেড ও প্রফেশনালরা শিক্ষার্থীদের সামনে চাকরির সাক্ষাৎকারের বিভিন্ন কলাকৌশল তুলে ধরবেন।
ক্যারিয়ার ফেস্টে অংশগ্রহণকারী নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলো হলো কেডিএস গ্রুপ (গোল্ড স্পন্সর), মীর গ্রুপ(গোল্ড স্পন্সর), র্যানকন প্রপার্টিস লিমিটেড, পি২পি পরিবার, মেরিডিয়ান গ্রুপ, দি পেনিনসুলা চট্টগ্রাম, সিকিউর প্রপার্টি ম্যানেজমেন্ট লি, মার্স অ্যাপারেলস লিমিটেড, ইফাদ গ্রুপ, মা—শিশু—ও—জেনারেল হাসপাতাল, বিবিটিএসএল, ডিজিটাল ডট নেট, অ্যালবিয়ন ল্যাবরেটরিজ লিমিটেড, জেনিথ ফার্মাসিউটিক্যালস লি, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লি, ডেটা সফট সিস্টেম বাংলাদেশ লি, আলটিমেট আইটি সলিউশন লিমিটেড, টিউলিপটেক লি, টেকনিউজ ৩৬৫, সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ, ইবনে সিনা , বাংলাদেশ ইনস্টিটিউট অফ লেবার স্টাডিজ (বিআইএলএস), এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রাম, সানমার প্রপার্টিজ, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)এবং ইংলিশ ট্র্যাক।













