আজ : বৃহস্পতিবার ║ ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ║ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

চবিতে “From Vision to Venture; The Entrepreneurial Journey” শীর্ষক সেশন অনুষ্ঠিত

দেশচিন্তা ডেস্ক: চিটাগং ইউনিভার্সিটি ইন্ট্রাপেনার এন্ড স্টার্টআপ সোসাইটি (সিইউইএসএস) এর উদ্যোগে “From Vision to Venture; The Entrepreneurial Journey” শীর্ষক এক অনুপ্রেরণামূলক সেশন বুধবার (৫ নভেম্বর ২০২৫) দুপুর ১টায় চবি ব্যবসায় প্রশাসন অনুষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন চবি প্রক্টর প্রফেসর ড. হোসেন শহীদ সরওয়ার্দী ও চবি মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের সভাপতি প্রফেসর ড. মো. আফতাব উদ্দীন।

বক্তব্যে চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান এমন উদ্যােগের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান। উপ-উপাচার্য (একাডেমিক) তাঁর বক্তৃতায় শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও নেতৃত্বের পথে এগিয়ে যেতে উৎসাহিত করেন।

অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দ্য প্রিমিয়াম হোমস লি. এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মো. মাইনুল হাসান দোলন এবং ইন্টেরিয়র স্টুডিও এর ফাউন্ডার ও সিইও মারুফ লিয়াকত। তারা বাস্তব উদ্যোক্তা জীবন, নেতৃত্বগুণ এবং সাহসী সিদ্ধান্ত গ্রহণের জন্য অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন। এসময় অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরবর্তীতে আয়োজিত কুইজ প্রতিযোগিতাতে ১০টি প্রশ্নে বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। CUESS এর সভাপতি মুশফিকুর রহমান হৃদয় ও সাধারণ সম্পাদক সাহিব আব্বাস বাহার চৌধুরী সমাপনী বক্তব্যে অতিথি ও অংশগ্রহণকারীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ