আজ : সোমবার ║ ২৭শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ২৭শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ║১১ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ║ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

চবির মেরিন সায়েন্সস এন্ড ফিশারিজ অনুষদে গভীর নলকূপ স্থাপন সম্পন্ন

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্সস এন্ড ফিশারিজ অনুষদে গভীর নলকূপ স্থাপন সম্পন্ন হওয়ায় আজ সোমবার (২৭ অক্টোবর ২০২৫) বেলা ১১টায় সরেজমিন পরিদর্শন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন মেরিন সায়েন্সস এন্ড ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো. শাহাদাত হোসেন।
পরিদর্শন শেষে গভীর নলকূপ স্থাপনের কার্যক্রম সম্পর্কে সন্তোষ প্রকাশ করেছেন চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন। তিনি বলেন, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের সুস্বাস্থ্যের জন্য সুপেয় পানি খুবই প্রয়োজনীয়। এ নলকূপের মাধ্যমে তিনটা অনুষদে সুপেয় পানি সরবরাহ করার পর কেন্দ্রীয় লাইনেও পানি নেওয়া যাবে। এটা বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত সুখবর। এসময় উপ-উপাচার্য (প্রশাসন) মেরিন সায়েন্সস এন্ড ফিশারিজ অনুষদের ডিন, সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও অন্যান্যদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
মেরিন সায়েন্সস এন্ড ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো. শাহাদাত হোসেন উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।

“চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ এর গবেষণা ও সক্ষমতা বৃদ্ধি” শীর্ষক প্রকল্পের আওতায় গভীর নলকূপটি স্থাপন করা হয়েছে। গভীর নলকূপটির গভীরতা ৫৪০ ফুট এবং এর পানি সরবরাহের সক্ষমতা ঘণ্টায় আনুমানিক ১০ হাজার গ্যালন; যা দ্বারা মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদভুক্ত ইনস্টিটিউট/বিভাগসমূহ, বিজ্ঞান এবং জীববিজ্ঞান অনুষদ ভবনে পানি সরবরাহ সম্ভব হবে। এছাড়া, জরুরি প্রয়োজনে এ গভীর নলকূপের পানি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইনেও সরবরাহ করা যাবে। এসময় আরও উপস্থিত ছিলেন চবি প্রকৌশল দপ্তরের প্রশাসক প্রফেসর প্রকৌশলী নিহাদ করিম চৌধুরী, চবির প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আবদুল আহাদ, নলকূপ সংস্থাপনের ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট প্রকৌশলী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ