
দেশচিন্তা ডেস্ক: কক্সবাজারের ঈদগাঁও ইসলামাবাদ ইউনিয়নের এক গৃহবধূ দুই সন্তানসহ নিখোঁজ হয়েছেন। প্রবাসী স্বামীর দাবি, তিনি পরকীয়া প্রেমিকের হাত ধরে পালিয়ে গেছেন।
থানার অভিযোগ সূত্রে জানা যায়, ছয় বছর আগে চকরিয়ার ডুলহাজার এলাকা থেকে গৃহবধূ শিফা সউদী প্রবাসীর দিদারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। দম্পতির সংসারে রয়েছে পাঁচ বছর বয়সী কন্যা ও দেড় বছরের এক শিশু।
পরিবারের অভিযোগ, গত কয়েক মাস ধরেই গৃহবধূর আচরণে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছিল। শুক্রবার (১৭ অক্টোবর) সকাল থেকে তিনি দুই সন্তানসহ বাড়ি থেকে বের হন এবং আর ফিরে আসেননি।
পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিয়ে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। তারা প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন যাতে মা ও শিশুদের দ্রুত খুঁজে পাওয়া যায়। স্থানীয়রা কেউ তথ্য পেলে ঈদগাঁও থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
পড়েছেনঃ ১২১















