
দেশচিন্তা ডেস্ক:
আগামী ১৩ সেপ্টেম্বর শনিবার রাত ১১.৫৯ (পরিবর্তিত তারিখ) সংশোধিত ভোটার তালিকা প্রকাশ করা হবে। উল্লেখ্য, কিছুদিন আগে বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভোটার তালিকায় আপত্তি গ্রহণের শেষ তারিখ ৪ সেপ্টেম্বর থেকে বৃদ্ধি করে ৯ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়। ফলে স্বাভাবিকভাবেই আপত্তিসমূহ নিষ্পত্তির জন্য নির্ধারিত সময় (৭ সেপ্টেম্বর থেকে ১১ সেপ্টেম্বর) পাওয়া যায়নি। এ কারণে সময়সীমা আরও দুই দিন বৃদ্ধি করা হয়েছে।
তবে এতে মনোনয়ন ফরম বিতরণের সময়সূচিতে কোনো প্রকার হেরফের হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ও সদস্য সচিব প্রফেসর ড. এ কে এম আরিফুল হক সিদ্দিকী।
পড়েছেনঃ ২৫