আজ : শনিবার ║ ১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ║ ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কক্সবাজার যাওয়ার পথে সড়কেই ঝরলো বাবা-মেয়ের প্রাণ

দেশচিন্তা ডেস্ক: কক্সবাজার যাওয়ার পথে চট্টগ্রামের মিরসরাই উপজেলার ঠাকুরদিঘী এলাকায় সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেইনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মোহাম্মদ গোলাম সরোয়ার (৪০) ও তার মেয়ে মুসকান (৩)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের জানায়, সকালে ঢাকার উত্তরা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন গোলাম সরোয়ারের পরিবার। পথে ঠাকুরদিঘী এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানকে তাদের প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাবা-মেয়ে প্রাণ হারান।

খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতদের লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশকে হস্তান্তর করেন। আহত চারজনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, যার মধ্যে দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গুরুতর অবস্থায় পাঠানো হয়েছে। নিহতের স্ত্রী ও ছেলে সামান্য আহত হলেও মোটামুটি সুস্থ রয়েছেন।

জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) বোরহান উদ্দিন বলেন, ‘দুর্ঘটনাজনিত প্রাইভেট কারটি কাভার্ডভ্যানের সঙ্গে ধাক্কা খেয়ে সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। মরদেহ বর্তমানে হাইওয়ে থানার হেফাজতে রয়েছে।’

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ