আজ : শনিবার ║ ১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ║ ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কাতারে ইসরাইলি হামলা সার্বভৌমত্বের ওপর আঘাত: মালয়েশিয়া

দেশচিন্তা ডেস্ক: কাতারের রাজধানী দোহায় ইসরাইলি বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে মালয়েশিয়া। এই হামলাকে কাতারের সার্বভৌমত্বের ওপর চরম আঘাত এবং আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে আখ্যা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) কাতারে রাজধানী দোহায় বিমান হামলা চালায় ইসরাইল। হামাসের রাজনৈতিক নেতাদের হত্যার উদ্দেশ্যে এই হামলা চালানো হয় বলে নিশ্চিত করেছে দেশটির কর্মকর্তারা। হামাস জানিয়েছে, হামলায় তাদের শীর্ষ নেতারা বেঁচে গেলেও অন্তত ৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে কাতারের একজন নিরাপত্তা কর্মকর্তাও আছেন।

কাতারে ইসরাইলের এই হামলা বিশ্বজুড়ে সমালোচনার জন্ম দিয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ এরই মধ্যে এই হামলার নিন্দা জানিয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এক বিবৃতিতে বলেন, এই হামলা একটি ‘বর্বর আগ্রাসন’ এবং ‘কাতারের সার্বভৌমত্বের ওপর চরম আঘাত।

নিজের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত বিবৃতিতে আনোয়ার ইব্রাহিম আরও বলেন, ‘এই হামলা বেসামরিক মানুষের জীবন বিপন্ন করছে, একটি সার্বভৌম রাষ্ট্রকে লক্ষ্য করছে এবং একটি ভঙ্গুর অঞ্চলকে আরও অস্থিতিশীল করার ঝুঁকি তৈরি করছে।’

তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি ও আলোচনার ক্ষেত্রে কাতার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সেই কাতারের ওপর হামলা চালিয়ে ইসরাইল শান্তি ও কূটনীতির প্রতি তাদের চরম অবজ্ঞা প্রদর্শন করেছে।’

‘মালয়েশিয়া দৃঢ়ভাবে কাতারের সঙ্গে সংহতি প্রকাশ করছে এবং এই অমানবিক আগ্রাসনের জন্য ইসরাইলকে জবাবদিহি করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছে’, যোগ করেন তিনি। এছাড়াও তিনি ইসরিইলের এমন সামরিক উস্কানির ক্রমবর্ধমান ধারা মোকাবিলায় অবিলম্বে বৈশ্বিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।

এদিকে দোহায় অবস্থিত মালয়েশিয়ার দূতাবাস নিশ্চিত করেছে যে, লেগতাইফিয়া জেলায় হামাসের একটি কার্যালয়ে হওয়া এই হামলায় কোনো মালয়েশিয়ার নাগরিক আহত হননি। তবে কাতারে অবস্থানরত সকল মালয়েশিয়ার নাগরিকদের সতর্ক থাকতে এবং ক্ষতিগ্রস্ত এলাকা এড়িয়ে চলতে পরামর্শ দেয়া হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ