আজ : শনিবার ║ ১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ║ ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটিতে ‘সেন্ট্রাল আইটি ফেস্ট ২০২৫’ সম্পন্ন

দেশচিন্তা ডেস্ক: বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশে তিনদিনব্যাপী ‘সেন্ট্রাল আইটি ফেস্ট ২০২৫’ সম্পন্ন হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে উৎসবের সমাপ্তি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এ.এফ.এম. আওরঙ্গজাব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার ইন-চার্জ ড. এস.এম. শোয়াইব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইটি ক্লাবের সভাপতি মো. রহাত ইবনে সাত্তার।

বক্তারা বলেন, এ ধরনের উৎসব শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি প্রযুক্তি খাতে নতুন দিগন্ত উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

প্রতিযোগিতাগুলোতে প্রোগ্রামিং, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন ও ভিডিও কনটেন্ট, ই-স্পোর্টস, আইডিয়া কনটেস্ট এবং ক্যাপচার দ্য ফ্ল্যাগ (CTF) অন্তর্ভুক্ত ছিল। এসব প্রতিযোগিতায় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে তাদের মেধা ও প্রতিভা প্রদর্শন করে।

তিনদিন ব্যাপী এ অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল সিটিজি পোস্ট।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ