আজ : বৃহস্পতিবার ║ ৪ঠা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ৪ঠা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║২০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ║ ১২ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

চকরিয়া থানা হেফাজতে যুবকের আত্মহত্যা

দেশচিন্তা ডেস্ক: কক্সবাজারের চকরিয়ায় থানা হেফাজতে চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার অপারেটরের আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (২২ আগস্ট) ভোরে চকরিয়া থানা হাজতে এ ঘটনা ঘটে।

নিহত যুবক দুর্জয় চৌধুরী (২৭) চকরিয়া পৌরসভার ৪ নং ওয়ার্ড হিন্দু পাড়া কমল চৌধুরীর ছেলে। সে চকরিয়া সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে কম্পিউটার অপারেটরের দায়িত্বে ছিলেন।

বিষয়টি বার্তা২৪.কম-কে নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী।

তিনি জানান, টাকা আত্মসাৎ এর একটি অভিযোগের ভিত্তিতে স্কুল কর্তৃপক্ষ তাকে থানায় নিয়ে এসেছিলো এবং একটা মামলা দেয়, যেহেতু মামলাটি দুদকের শিডিউলভুক্ত তাই আমরা জিডি নিয়েছি। তাকে রাতের সাড়ে এগারোটা থেকে হেফাজতে রাখা হয়েছিলো। পরে ভোর চারটার দিকে আত্মহত্যার ঘটনা ঘটে।

এ বিষয়ে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এসে সুরতহাল করেছেন। এঘটনায় পুলিশ সুপার স্যার একটা তদন্ত কমিটি গঠন করেছেন। আমি নিজেও ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। তদন্ত কমিটি নিরুপণ করবে ঘটনাটি কি ছিলো এবং পোস্টমর্টেম রিপোর্টে বেরিয়ে আসবে আসল ঘটনা যুক্ত করেন জসিম উদ্দিন চৌধুরী।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ