
দেশচিন্তা ডেস্ক: কক্সবাজারের চকরিয়ায় থানা হেফাজতে চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার অপারেটরের আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (২২ আগস্ট) ভোরে চকরিয়া থানা হাজতে এ ঘটনা ঘটে।
নিহত যুবক দুর্জয় চৌধুরী (২৭) চকরিয়া পৌরসভার ৪ নং ওয়ার্ড হিন্দু পাড়া কমল চৌধুরীর ছেলে। সে চকরিয়া সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে কম্পিউটার অপারেটরের দায়িত্বে ছিলেন।
বিষয়টি বার্তা২৪.কম-কে নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী।
তিনি জানান, টাকা আত্মসাৎ এর একটি অভিযোগের ভিত্তিতে স্কুল কর্তৃপক্ষ তাকে থানায় নিয়ে এসেছিলো এবং একটা মামলা দেয়, যেহেতু মামলাটি দুদকের শিডিউলভুক্ত তাই আমরা জিডি নিয়েছি। তাকে রাতের সাড়ে এগারোটা থেকে হেফাজতে রাখা হয়েছিলো। পরে ভোর চারটার দিকে আত্মহত্যার ঘটনা ঘটে।
এ বিষয়ে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এসে সুরতহাল করেছেন। এঘটনায় পুলিশ সুপার স্যার একটা তদন্ত কমিটি গঠন করেছেন। আমি নিজেও ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। তদন্ত কমিটি নিরুপণ করবে ঘটনাটি কি ছিলো এবং পোস্টমর্টেম রিপোর্টে বেরিয়ে আসবে আসল ঘটনা যুক্ত করেন জসিম উদ্দিন চৌধুরী।