আজ : সোমবার ║ ১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ║৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৪শে সফর, ১৪৪৭ হিজরি

বাঘাইছড়িতে ফায়ার স্টেশন স্থাপনের দাবিতে এলাকাবাসীর সংবাদ সম্মেলন

রাঙ্গামাটির বাঘাইছড়িতে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবি জানিয়েছে স্থানীয়রা।

রোববার (১৭ আগস্ট) সকালে শহরের একটি রেস্তোরায় বাঘাইছড়ি এলাকাবাসীর ব্যানারে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।

এতে লিখিত বক্তব্য পাঠ করেন অ্যাডভোকেট রহমত উল্লাহ। এসময় আরো উপস্থিত ছিলেন অ্যাডভোকেট জিল্লুর রহমান, মো. রেজাউল করিম, মো. আল আমিন, মো. আলমগীর হোসন প্রমূখ।

এসময় বক্তারা বলেন বাঘাইছড়ি দেশের সব থেকে বড় উপজেলা। যা রাঙ্গামাটি জেলা থেকে প্রায় দেড়শ কিলোমিটার দূরে অবস্থিত। দুর্গমতার কারণে জেলা সদরের সাথে সড়ক পথে নেই কোন যোগাযোগ।

বক্তার বলেন, জনবহুল এই উপজেলায় নেই কোনো ফায়ার সার্ভিস স্টেশন। ফলে প্রতিবছর আগ্নিকাণ্ডে ঘটনা ঘটে জান মালের ক্ষয়ক্ষতি হয় অনেক বেশি। চলতি বছর মে ও জুলাই মাসে দুই দফায় অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির মুখে পড়ে। পাহাড়ি এলাকা হওয়ায় অগ্নিকাণ্ডে সূত্রপাত হলে নীরব দর্শকের ভূমিকা পালন করা ছাড়া কিছুই করার থাকে না।

বক্তারা আরও বলেন, এই জেলার অনেক উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করা হলেও অজানা করণে বাঘাইড়ির মত গুরুত্বপূর্ণ উপজেলায় তা স্থাপন করা হয়নি। এ বিষয়ে বারং বার সরকারে বিভিন্ন উচ্চ মহলকে অবহিত করা হলেও তারা কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। এতে আমরা হতাশ ও ক্ষুব্দ।

অনতিবিলম্বে বাঘাইছড়ি উপজেলা ফায়ার স্টেশন স্থাপনের উদ্যোগ গ্রহণ করা না হলে কঠিন আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ