
বাংলাদেশের ব্যান্ড সংগীতের কিংবদন্তী আয়ুব বাচ্চুর ৬৩ তম জন্মদিন ১৬ আগস্ট ২০২৫।
প্রতিবছরের মত এই রক লিজেন্ডের ভক্ত-অনুরাগীরা এবারো সারাদেশে নানা আয়োজন করছেন।
বাচ্চুর জন্মভূমি চট্টলা। চট্টগ্রাম সিনিয়রস ক্লাবে এবার ১৭ আগস্ট ট্রিবিউট টু এবি শিরোনামে আয়ুব বাচ্চুর গান নিয়ে কন্সার্টের আয়োজন করছেন সাউন্ড ইভোলেশান।
যেখানে স্থানীয়, এবং জাতীয় পর্যায়ের ব্যান্ড সহ প্রায় ১২টি ব্যান্ড তাদের প্রিয় আয়ুব বাচ্চুর বসের গান পরিবেশন করবে।
থাকছে জনপ্রিয় ব্যান্ড ফিডব্যাগ, ক্ষ্যাপার দল,পিজিৎ এবং চাঁটগা সহ আরো অনেকে।
ব্যান্ড চাটগাঁর প্রধান পিজিত মহাজন জানান, বাচ্চু ভাইয়ের গান শুনে, স্টেজে পরিবেশন করেই আমার বেড়ে উঠা,এখন ঢাকায় নিয়মিত কাজ করছি সংগীত নিয়ে। এবির সাথে এক ই কন্সার্টে গাওয়ার স্মৃতিও আছে আমার।আশা করি দারুন একটি সংগীত সন্ধা কাটবে বহুদিন পর চট্টগ্রামের সব মিউজিয়ানদের মিলন মেলা হবে।বস বেঁচে থাকবে গানে গানে শত বছর।