আজ : সোমবার ║ ১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ║৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৪শে সফর, ১৪৪৭ হিজরি

‘শব্দশিল্প প্রকাশন’র সম্মাননা ও পুরস্কার প্রদান এবং সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

চট্টগ্রাম থেকে ঢাকায় স্থানান্তর উপলক্ষে শব্দশিল্প প্রকাশনের প্রধান নির্বাহী, কবি ও শিশুসাহিত্যিক আল জাবিরীকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। একই অনুষ্ঠানে কবি ও গল্পকার নূরনাহার নিপা অর্জন করেন রমজান আলী মামুন স্মৃতি শব্দশিল্প প্রকাশন বেস্ট সেলার পুরস্কার–২০২৪।

শনিবার (১৬ আগস্ট), সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে এই সম্মাননা ও পুরস্কার প্রদান অনুষ্ঠান এবং সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি ও শিশুসাহিত্যিক রাশেদ রউফ। আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. শামসুদ্দিন শিশির এবং চট্টগ্রাম জ্ঞান ও সৃজনশীল প্রকাশনা পরিষদেরয় সভাপতি সাহাবুদ্দিন হাসান বাবু। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শিশুসাহিত্যিক এমরান চৌধুরী এবং সঞ্চালনা করেন শব্দশিল্প প্রকাশনের কর্ণধার, ছড়াশিল্পী মিজানুর রহমান শামীম।

বক্তারা আল জাবিরীর শিশু-কিশোর সাহিত্য ও নূরনাহার নিপার গল্প-কবিতার সৃজনশীলতা এবং পাঠকের হৃদয়ে তাদের প্রভাবের প্রশংসা করেন। অনুষ্ঠানে স্বরচিত ছড়া ও কবিতা পাঠ এবং কথামালায় অংশগ্রহণ করেন—সৈয়দ খালেদুল আনোয়ার, অমিত বড়ুয়া, মর্জিনা আখতার, ইফতেখার মারুফ, মোস্তফা হায়দার, খালেছা খানম, আলমগীর হোসাইন, হোসাইন মোস্তফা, শফিকুর রহমান সবুজ, অভিলাষ মাহমুদ, জয়তুন নেসা জেবু, শওকত এয়াকুব, কুতুব উদ্দিন বখতেয়ার, শবনম ফেরদৌসী, শাহীন ফেরদৌসী, সরওয়ার আরমান, যারীন সুবাহ্, মাসরুর চৌধুরী, আরিফ মোর্শেদ, আবু সুফিয়ান ছানবি, ইলিয়াছ সরকার, মোহাম্মদ জামাল, মোঃ মাসুদ রানা, মোহাম্মদ সেলিম, মজুমদার শাহীন, কাজী নাজরিন, ইফতেখার রাফি, মনজুর আলম মঞ্জু এবং ইয়াছিন তামিম মাসফি।

বক্তারা উল্লেখ করেন, শব্দশিল্প প্রকাশন কেবল বই প্রকাশে সীমাবদ্ধ নয়, এটি সাহিত্য ও সংস্কৃতির বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ