আজ : সোমবার ║ ১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ║৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৪শে সফর, ১৪৪৭ হিজরি

দীঘিনালায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু

দেশচিন্তা ডেস্ক: খাগড়াছড়ির দীঘিনালায় ব্রজপাতে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কবাখালিতে এই ঘটনা ঘটে।

নিহত শরীফুল ইসলাম (২০) একই এলাকার নজরুল ইসলামের ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, সন্ধ্যায় গরু নিয়ে বাড়ি ফেরার সময় আকস্মিক বজ্রপাতের ঘটনা ঘটে। এ সময় শরীফুল ইসলাম গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর তার মৃত্যু হয়।

নিহত শরীফুল ইসলামর বাবা নজরুল ইসলাম জানান, আমরা এক সাথে বাড়ি ফিরছিলাম। আমি ছেলের ১’শ গজ সামনে ছিলাম। সে গরু নিয়ে পিছনে ছিলো। আমার সামনে ব্রজপাত হয়েছে। এরপর কীভাব কী হলো আর বুঝতে পারি নাই। হাসপাতালে তার মৃত্যু হয়েছে।

দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার রঞ্জন বড়ুয়া রাজন বলেন, ব্রজপাতে শরীফুল ইসলামের মৃত্যু হয়েছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ