আজ : বৃহস্পতিবার ║ ১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ║৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ║ ২০শে সফর, ১৪৪৭ হিজরি

মিরসরাইয়ে টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন কর্মশালা

মিরসরাই প্রতিনিধি: মিরসরাইয়ে টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন উপলক্ষে উপজেলার মাধ্যমিক বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং বিভিন্ন দায়িত্বশীল কর্মকর্তাদের অংশগ্রহণে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মুহাম্মদ মিনহাজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সোমাইয়া আক্তার।

এসময় বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক আলমগীর হোসেন, ডা. ফাহিম জালাল, ইপিআই কর্মকর্তা কবির হোসেন, স্বাস্থ্য পরিদর্শক মো. শহিদুল্লাহ। কর্মশালায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মুহাম্মদ মিনহাজ উদ্দিন বলেন, টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় আগামী ১ সেপ্টেম্বর থেকে সারা দেশের ন্যায় মিরসরাই উপজেলায়ও শুরু হচ্ছে টাইফয়েড টিকা কার্যক্রম। ৯ মাস থেকে ১৫ বছর ১১ মাস ২৯ দিন বয়সী শিশুকে বিনামূল্যে এই টিকা দেওয়া হবে। গত ১ আগস্ট থেকে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। টিকা পেতে https://vaxepi.gov.bd/registration/tcv ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের পর ডাউনলোড করতে হবে ভ্যাকসিন কার্ড। জন্ম নিবন্ধন সনদ দিয়ে নিবন্ধন করলে সরাসরি ভ্যাকসিন কার্ড পাওয়া যাবে। তিনি আরো বলেন, যেসব শিশুদের জন্ম নিবন্ধন সনদ নেই, তারাও টিকা নিতে পারবে। এ ক্ষেত্রে বাবা-মায়ের মোবাইল ফোন নম্বর দিয়ে নিবন্ধন করা যাবে। সেপ্টেম্বরের প্রথম ১০ কর্মদিবস স্কুলে ক্যাম্প করে শিক্ষার্থীদের টাইফয়েডের টিকা দেওয়া হবে। স্কুল ক্যাম্পেইন শেষ হলে আট দিন ইপিআই সেন্টারে টিকা দেওয়া হবে স্কুলে না যাওয়া শিশুদের।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ