
মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই: কাপ্তাইয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন উপলক্ষে র্যালী, আলোচনা সভা, সনদ ও চেক বিতরণ অনুষ্ঠিত হয়। “প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি পালিত হয়।
উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় উপজেলা ভূমি অফিস চত্বর থেকে একটি র্যালী বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক এবং বড়ইছড়ি বাজার প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। র্যালীতে সরকারি কর্মকর্তা, বিভিন্ন এনজিও সংগঠন, যুব প্রতিনিধি, সামাজিক ও ক্রীড়া সংগঠনের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীবৃন্দ অংশ নেয়।
পরে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা, শপথ পাঠ, প্রশিক্ষন সনদ ও ঋণের চেক বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র। বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হলো যুব সমাজ। যুব সমাজের মধ্যে যে অদম্য স্পৃহা আছে, সেই শক্তিকে কাজে লাগিয়ে সুন্দর একটা বাংলাদেশ গড়তে পারবে।
উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা খাইরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ডা. রহমত উল্লাহ, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং, কাপ্তাই উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হারুনুর রশীদ এবং কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, যুব সংগঠক ও চন্দ্রঘোনা তরুণ সংঘের সাধারণ সম্পাদক ইব্রাহীম হাবিব মিলু, চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের কমিউনিটি হেলথ প্রোগামের প্রোগাম ম্যানেজার বিজয় মারমা, কর্ণফুলী যুব উন্নয়ন সংস্থা শীলছড়ির সভাপতি আবদুল্লা আল নাহিয়ান (ডালিম), যুব নেত্রী রওশন আরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন। পরে ৩ জন যুব এবং ২ জন যুবতীর মাঝে ৬ লাখ ৫০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়।