আজ : শনিবার ║ ১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ║১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ║ ২২শে সফর, ১৪৪৭ হিজরি

বান্দরবানে স্থলমাইন বিস্ফোরণে বন্যহাতি আহত

বান্দরবান সংবাদদাতা: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে একটি বন্যহাতি গুরুতর আহত হয়েছে। বিস্ফোরণে হাতিটির ডান পায়ের গোড়ালি উড়ে গেছে।

সোমবার (১১ আগস্ট) দুপুরে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চাকঢালা সীমান্তের ৪৩ ও ৪৪ নম্বর পিলার এলাকার কাছে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের মতে, খাবারের সন্ধানে হাতিটি সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এসময় পুঁতে রাখা স্থলমাইনের ওপর পা দিলে বিস্ফোরণ ঘটে। আহত অবস্থায় হাতিটি আতঙ্কে পুনরায় মিয়ানমার সীমান্তে ফিরে যায়। পরে আবারও বাংলাদেশে প্রবেশ করলে চাকঢালার চেরার মাঠের ঐট্টাইল্যাঝিরি এলাকায় রাখা হয়।

স্থানীয় বাসিন্দা আবদুস সালাম জানান, হাতিটির ডান পায়ের গোড়ালি উড়ে গেছে। স্থানীয়রা উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেছেন। তিনি বলেন, এটি মিয়ানমারের হাতি নাকি বাংলাদেশের, তা নিশ্চিত নয়। কারণ বাংলাদেশের অনেক বন্যহাতি খাবারের সন্ধানে মিয়ানমারে যায় এবং সন্ধ্যায় ফিরে আসে।

নাইক্ষ্যংছড়ি বন রেঞ্জ কর্মকর্তা মো. মোজাম্মেল হক সরকার বলেন, আহত হাতিটির ডান পায়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ