
আবারও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। পিআর পদ্ধতির গুরুত্ব তুলে ধরে তিনি বলেছেন, উচ্চকক্ষে যদি আনুপাতিক হারে প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়, তাহলে প্রায় সকল রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব উচ্চকক্ষে থাকবে এবং একটি কার্যকর পার্লামেন্ট গড়ে উঠবে। সেজন্য আমরা বলেছি, নিম্নকক্ষে না হলেও উচ্চকক্ষে আগামী নির্বাচন এবং আগামীর সংসদে যেন পিআর পদ্ধতিতে প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়।
সোমবার (১১ আগস্ট) বিকেলে রাজশাহীতে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এই সমাবেশটি ছাত্র ও যুব গণঅধিকার পরিষদ, রাজশাহী জেলা ও মহানগর আয়োজন করে।
এ সময় নুর রাষ্ট্রসংস্কারের গুরুত্ব তুলে ধরে বলেন, এই দেশের মেহনতি মানুষ ভ্যাট ও ট্যাক্স দেয়। আর সেই ভ্যাট-ট্যাক্সের টাকা উন্নয়নের নামে লুটপাট করে রাজনীতিবিদ, এমপি, মন্ত্রী, জনপ্রতিনিধিরা বিদেশে পাচার করে। তারা বিদেশে চিকিৎসা নেয় এবং তাদের সন্তানদের উন্নত শিক্ষার জন্য বিদেশে পাঠায়। আর এই দেশের মানুষের ভাগ্যে জোটে দুর্ভাগ্য।
৪৮ শতাংশ ভোটার এখনও সিদ্ধান্ত নেয়নি উল্লেখ করে নুর বলেন, দেশের প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, বায়তুল মোকাররম মসজিদের খতিব সবাই একযোগে পালাইছে। এই উদাহরণ থাকার পরও যদি কারও শিক্ষা না হয়, তাহলে তাদের জন্য ভবিষ্যতে নির্মম পরিণতি অপেক্ষা করছে।
তিনি বলেন, তাই আমরা সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে বলতে চাই, এই দেশের মানুষ পরিবর্তনের পক্ষে। ৪৮ শতাংশ মানুষ সিদ্ধান্ত নেয়নি তারা কাকে ভোট দিবে। কাজের ১০টা হুন্ডা, ২০টা গুন্ডার ভয় দেখিয়ে, প্রশাসন দিয়ে ভোটকেন্দ্র দখল করে কেউ এমপি হবেন, মন্ত্রী হবেন, সরকার গঠন করবেন সেই ইতিহাস ভুলে যান। আগের দিন নেই।