আজ : রবিবার ║ ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ║১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

চন্দনাইশে শোহাদায়ে কারবালা মাহফিল অনুষ্ঠিত

চন্দনাইশ পৌরসভা ৬নং ওয়ার্ডস্থ দক্ষিণ জোয়ারা জিহস ফকির পাড়া সরকার প্রাথমিক বিদ্যালয় ময়দানে গত ২১ সেপ্টেম্বর শুক্রবার বাদে এশা হতে পবিত্র শোহাদায়ে কারবালা স্মরণে আজিমুশ্শান মাহফিল পশ্চিম এলাহাবাদ আহমদিয়া সুন্নিয়া ফাযিল ডিগ্রী মাদ্রাসার আরবী প্রভাষক আলহাজ্ব মাওলানা নুর হোসাইন আলকাদেরী’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা ছিলেন মহেশখালী মজিদিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান আলকাদেরী। বিশেষ বক্তা ছিলেন আলহাজ্ব মাওলানা সিদ্দিক আহমদ নঈমী, আল হাসনাইন মেমোরিয়াল ফাউন্ডেশনের মহাসচিব আলমগীর ইসলাম বঈদী, মাওলানা আবুল কাশেম সিদ্দকী। শায়ের মুহাম্মদ শাকিল কাদেরী’র সঞ্চালনায় মাহফিলে উপস্থিত ছিলেন মাওলানা মুহাম্মদ নাজিম উদ্দিন আলকাদেরী, মাওলানা মুহাম্মদ মঈন উদ্দিন হোসাইন আলকাদেরী, মাওলানা মীর আফজল, হাফেজ মাওলানা মুহাম্মদ সালাউদ্দিন আলকাদেরী প্রমুখ। উল্লেখ্য যে, আগামী ৫ অক্টোবর চন্দনাইশ পৌরসভাস্থ হারলা-দক্ষিণ জোয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয় ময়দানে ১৫তম ইমাম হোসাইন কনফারেন্স সফল ও সার্থক করার জন্য বক্তারা সকলের প্রতি আহবান জানান।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ