গত ১/১১/২৪ ইং তারিখ রোজ শুক্রবার বিকাল ৫ টায় চট্টগ্রামস্থ কাজীর দেউড়ী ভিআইপি টাওয়ার শপিং মল নীচ তলা আর এস ফ্যাশনের শুভ উদ্বোধন সম্পন্ন হয়। রূপন্তী বুটিকস ও আর এস ফ্যাশনের পরিচালক মোঃ রুহুল আমিন সালমানের পরিচালনায় ফিতা,কেক কেটে এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন লেখক ও গণমাধ্যমকর্মী মোঃ কামরুল ইসলাম।
অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভিআইপি টাওয়ার দোকান মালিক সমিতির সভাপতি মোঃ কামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক প্রবীর কুমার চৌধুরী,প্রতিষ্ঠানের সিও রেশমা আমিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন
চট্টগ্রামের ব্যান্ড প্রমোটার তাসনুভা আনোয়ার একটিভ এফ কর্মাস ফ্যামেলি রিতা,ব্লগার জান্নাতুল ফেরদৌস, মিতু, ফারিয়া লাকি,শিল্পি রুপা রোজারিন, জেরিন হক, শিল্পী রনি রোজারিন, মডেল জিকি চাকমা, মেহেরুন নিপা, ইলিয়াস রিপন, জসিম উদ্দিন চৌধুরী, এম এ মোতালেব জুঁই আশরাফ, পিংকি , ব্লাগার ইব্রাহিম মারজানা, মনিরা তানসি, সাইফুল ইসলাম সিকদার, ইমরান চৌধুরী, দেলোয়ার হোসেন, জসিম উদ্দিন রকি, ফয়সাল মুন,শরিফুল ইসলাম, আল আমিন নয়ন, স্টার জামাল,হাবিব খান, মামুন,লিটু দাশ লিটু মোঃ কামরুল মোরশেদুল আলম, তৌহিদুল ইসলাম, রাজিবুর রহমান রুবেল, আদনান মোস্তফা, সহ প্রমুখ।
মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, আর এস ফ্যাশন কাপড়ের মান ও দামের প্রতি বিশেষভাবে লক্ষ্য রাখবে ও গ্রাহকদের উন্নত সেবা নিশ্চিত করবে।তিনি আর ও বলেন, গ্রাহকদের চাহিদা,রুচিশীলতা ও আধুনিকতা ও আয়ের সক্ষমতার কথা সর্বাগ্রে বিবেচনায় রাখবে এ প্রতিষ্ঠানটি।হালাল উপায়ে ব্যবসা নিশ্চিত করে, রূপন্তী বুটিক্স স্বত্বাধিকারী হয়ে বিগত দিনে প্রায় দু,যুগ ধরে চট্টগ্রামে কাপড় ব্যবসার ক্ষেত্রে যে ঐতিহ্য, সুনাম সমুন্নত রেখে গ্রাহক সেবা শতভাগ নিশ্চিত করছে এই ক্ষেত্রে ও তার ব্যাতিক্রম হবে না।
খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষা এগুলোর মধ্যে প্রথমটি ছাড়া মানুষ বাঁচতে পারে না।
বাকিগুলোর একটি ছাড়াও মানুষের জীবন ও পশুর জীবনের মধ্যে কোনো পার্থক্য থাকে না। এই ক্ষেত্রে বস্ত্র বা কাপড় ছাড়া মানুষের জীবন যাপন কল্পনাও করা যায় না।
সামাজিক, সাংস্কৃতিক কারনে মানুষকে বিভিন্ন ধরনের পোশাক পরিধান করতে হয় সেক্ষেত্রে আর এস ফ্যাশন মান সম্মত কাপড় সরবরাহ করে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপুর্ণ ভুমিকা রাখবে বলে তিনি মনে করেন। তিনি রুহুল আমিন সালমানসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও অভিনন্দন জানান।