
দেশচিন্তা ডেস্ক : চট্টগ্রাম বন্দরস্থ ইমাম বুখারী (রহঃ) ফাউন্ডেশন ও রিসার্চ সেন্টারের উদ্যোগে আদর্শপাড়া বাইতুন নুর জামে মসজিদ কমিটি ও মুসল্লিদের সার্বিক সহযোগিতায় আজিমুশশান মাহফিল, ইসলামী গবেষণামূলক পত্রিকা “মদিনার কিশতি”র মোড়ক উম্মোচন,খতমে বুখারী শরীফ ও আলোচনা সভা ১৯ অক্টোবর (শনিবার) অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামা’আতের চেয়ারম্যান শাইখুল মাশায়েখ আল্লামা কাজী মঈনুদ্দীন আশরাফী (মু,জি,আ)। আলোচক ছিলেন, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সাবেক অধ্যক্ষ আল্লামা হাফেজ সোলাইমান আনসারী (মু,জি,আ), শাইখুল ফিকহ আল্লামা কাজী আবদুল ওয়াজেদ (মু,জি,আ), জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়ার উপাধ্যক্ষ ড. আল্লামা আ,ত,ম, লিয়াকত আলী (মু,জি,আ), জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদের খতিব আল্লামা হাফেজ ক্বারী আবু তালেব মুহাম্মদ আলাউদ্দীন (মু,জি,আ), ড. আল্লামা নুরুন্নবী আলকাদেরী, ড. সৈয়দ জালাল উদ্দীন আল আজহারী।
ফাউন্ডেশন ও রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী আলহাজ্ব এম এ বকরের সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মাওলানা ছৈয়দুল হক সাঈদ কাজেমীর সঞ্চালনায় ওলামা-মাশায়েখদের মধ্যে উপস্থিত ছিলেন, শাইখুল হাদীস অধ্যক্ষ আল্লামা মহিউদ্দিন হাশেমী, অধ্যক্ষ আল্লামা আবদুল খালেক শওকী, শাহসূফি নুর মোহাম্মদ আলকাদেরী, অধ্যক্ষ ড. আল্লামা ইসমাইল নোমানী, অধ্যক্ষ আল্লামা তোয়াহা মুহাম্মদ মুদ্দাসসির, ড.আল্লামা খলিলুর রহমান, ড. সৈয়দ নাসির উদ্দীন নঈমী, আল্লামা সৈয়দ মঈনুদ্দীন হেলাল, মাওলানা নুরুল ইসলাম জেহাদী, মাওলানা কাজী আমিন উল্লাহ জেহাদী, মাওলানা আশরাফ হোসাইন, বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব জানে আলম, বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব এমরান ফাহিম নুর প্রমুখ।
বক্তারা বলেন, সুন্নাত পালনের আগে মুসলমানদের সুন্নিয়তের আদর্শে আদর্শিত হতে হবে। মুনাফিকরা সুন্নাতের প্রতি পাবন্দী ছিলো বেশি, কিন্ত নবীয়ে পাক (দ,)’র প্রতি ছিলো অন্তরে অশ্রদ্ধা ও চক্রান্ত।
বক্তারা উদাহারণ স্বরূপ বলেন, মুনাফিক একসাথে নবীয়ে পাক (দ,)এর পিছনে জামাতে নামাজ আদায় করার পরেও দৌলতে ইমান তাদের নসীব হয়নি, অথচঃ নবীয়ে পাক (দ,)কে না দেখেও শ্রদ্ধা তাজিম ও মুহব্বতের কারণে সুদূরেও থেকেও হযরতে ওয়ায়েসুল করনী নবীয়ে পাক (দ,)’র রহমতের নজর হতে বঞ্চিত হয়নি। নবীয়ে পাক (দ,)’র শান-আজমত অন্তরে লালন ও জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুসরণে রয়েছে দুনিয়া ও আখিরাতে মুক্তি।
পরে দেশ-জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি অগ্রগতি কামনা করে মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
পড়েছেনঃ ১৬৩