আজ : শনিবার ║ ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ║২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ║ ২রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

পটিয়াসহ ৪ উপজেলার লোকাল ট্রেন বন্ধ থাকায় বিড়ম্বনার শিকার পেশাজীবি মানুষ

 

ফারুকুর রহমান বিনজু (চট্টগ্রাম) পটিয়া প্রতিনিধি : রেল সেবার শুরুতেই বৃটিশ আমল হতেই চট্টগ্রাম-দোহাজারী রুটে দৈনিক ১২টি ট্রেন আসা যাওয়া করত।কালের বির্বতনে তা কমতে কমতে একেবারে শূন্যর কৌটায়।এতদিন ছিল কালুরঘাট ব্রীজ সমস্যা,তা নিরসনের পর এখন ইঞ্জিন,লোকমাস্টার,রেক সংকটের অজুহাতে একেবারে বন্ধ করে দিল বোয়ালখালী, পটিয়া, চন্দনাইশ, সাতকানিয়া সহ ৪ উপজেলার চট্টগ্রাম-দোহাজারী রুটের সকল ট্রেন।বিভিন্ন পেশাজীবি,শিক্ষার্থী,নিম্নবিত্ত, মধ্যেবিত্ত,স্বল্প আয়ের মানুষের চট্টগ্রামে আসা-যাওয়ার একমাত্র বাহন ছিল ট্রেন।

 

চট্টগ্রাম -দোহাজারী রুটে ১৫টি স্টেশন হতে দৈনিক প্রায় ১২ হাজার যাত্রী চলাচল করে। অল্প সময়ে বাণিজ্যিক ভাবে লাভজনক রুট হিসাবে পরিচিতি পায়।ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও ইঞ্জিন সংকটের অজুহাতে গত ৫ এপ্রিল ২১সালে চলাচলরত ২জোড়া ট্রেন বন্ধ করে দেয় কতৃপক্ষ।

 

কালুরঘাট ব্রীজ সংস্কার নিয়ে বন্ধ করে দেয় ২ জোড়া ডেমু ট্রেন।এ ব্যাপারে চট্টগ্রাম-দোহাজারী-কক্সবাজার রেলওয়ে যাত্রী কল্যাণ পরিষদের সভাপতি আইয়ুব আলী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু সাঈদ তালুকদার খোকন বলেন,ওয়াকিং টাইম টেবিল নং৫৩ অনুযায়ী ট্রেন নং দোহাজারী কমিউটার ১,২ ও বন্ধ থাকা পটিয়া,দোহাজারী ডেমুট্রেন, ১১১,১১২,১১৩,১১৪ নং লোকাল ট্রেনগুল পুনরায় চালু করার দাবীতে আমরা গত ৩ সেপ্টেম্বর জেনারেল ম্যানেজার(জিএম) নাজমুল ইসলামকে স্মারকলিপি প্রদান করি।

 

ডিআরএম দপ্তরে মত বিনিময় সভা করি এতে উপস্হিত ছিলেন,বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) মোঃসাইফুল ইসলাম,চীফ কর্মাশিয়াল ম্যানেজার (সিসিএম) মোঃ মাহবুবুর রহমান,চীফ অপরেটিং সুপারটেনডেন্ট (সিওপিএস) মোঃশহিদুল ইসলাম,বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) তারেক মোহাম্মদ ইমরান ও রেলওয়ে উধ্বর্তন কর্মকর্তাগন।

তারা দাবি বাস্তবায়ন না করে আমাদের আশ্বাসের বাণী শুনান। শিক্ষার্থী সাখাওয়াত উল্লাহ বলেন,ট্রেন বন্ধ থাকায় আমাদের মত নিয়মিত যাত্রীদের বিড়ম্বনার শিকার হচ্ছি সড়ক পথে।অতিরিক্ত টাকা ব্যয়,সময় নস্ট,অনিরাপদ যাত্রার সম্মুখীন হই প্রতিদিন। যাত্রী সমিতির সমন্বয়ক আবদুল মালেক বলেন,ট্রেন যাত্রায় অল্প সময়ে,স্বল্প টাকায়,নিরাপদে গন্তব্য পৌঁছাতে পারে।যার ফলে মানুষ দিন দিন ট্রেনমুখী হন।

 

ব্যবসায়ী খসরু বলেন,রেল কতৃপক্ষ ট্রেন বন্ধ করে লাখ লাখ টাকা রাজস্ব আয় হারাচ্ছে, তেমনি হাজার হাজার যাত্রী রেল সেবা হতে বঞ্চিত হচ্ছেন। চাকুরীজীবি লিয়াকত আলী বলেন শীঘ্রই চট্টগ্রাম -দোহাজারী রুটে বন্ধ করা সকল ট্রেন চালু করে পটিয়া সহ চার উপজেলার সকল পেশাজীবি মানুষের রেলসেবা দিয়ে জনকল্যাণে এগিয়ে আসতে রেল উপদেষ্টার প্রতি আমরা ৪ উপজেলা বাসী জোর দাবী জানাই।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ