
দেশচিন্তা ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরের আমীর আলহাজ্ব শাহজাহান চৌধুরী চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের বিভিন্ন ইউনিট পরিদর্শন করে বিভিন্ন কর্মকান্ড উন্নয়ন অগ্রগতি ইত্যাদির ব্যাপারে বর্তমান কার্যকরী কমিটির উপর সন্তোষ প্রকাশ করেন। এই কার্যক্রম অব্যাহত রাখার ব্যাপারে বর্তমান কমিটির সফলতা কামনা করেন।
উক্ত অনুষ্ঠানে কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির সম্মানিত ভারপ্রাপ্ত সভাপতি লায়ন সৈয়দ মোরশেদ হোসেন, ট্রেজারার অধ্যক্ষ ডক্টর মোঃ সানাউল্লাহ, ভাইস প্রেসিডেন্ট ডাক্তার পারভেজ ইকবাল শরীফ, যুগ্ন জেনারেল সেক্রেটারি ডাক্তার কামরুল নাহার দস্তগীর।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের সেক্রেটারী অধ্যক্ষ আমিনুল ইসলাম, মেট্রোপলিটন হাসপাতালের চেয়ারম্যান ডাক্তার ফজলুল হক , পার্ক ভিউ হাসপাতালের এমডি, ন্যাশনাল হাসপাতালের এমডি , আল আমিন হাসপাতালের ডাক্তার শাহাদাত হোসেন, ডাক্তার ইউসুফ।
মা ও শিশু হাসপাতালের প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পরিচালক প্রশাসন ডাক্তার নুরুল হক উপ-পরিচালক প্রশাসন মোশারফ হোসেন মেডিকেল কলেজের অধ্যক্ষ অসিম বডুয়া, এডভাইজার ডাক্তার মোস্তাক আহমদ ও হাসপাতালের অন্যান্য কর্মকর্তা বৃন্দ এবং জামায়াত ইসলামের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।