
সাতকানিয়া সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম অঞ্চলের টিম সদস্য জাফর সাদেক বলেছেন, ছাত্র এবং সাধারণ জনগণের আন্দোলনের মুখে স্বৈরাচারী শেখ হাসিনা পদত্যাগ করেছেন। ফ্যাসিবাদী সেই স্বৈরাচারীর মদদপুষ্ট সন্ত্রাসীরা আবারো মাথাছড়া দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে।
সন্ত্রাসীরা এখনো তাদের পুরনো ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে সবাইকে সজাগ থেকে সকল ষড়যন্ত্রের মোকাবেলায় প্রত্যেক নেতাকর্মীকে সজাগ থাকতে হবে। ধর্মীয় সম্প্রদায়ের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত, যেকোন প্রকার চাঁদাবাজি ও নৈরাজ্য ঠেকাতে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের অতীতের মতো ঐতিহাসিক ভূমিকায় রাখতে হবে ।
এওচিয়া ইউপি জামায়াতে ইসলামীর সহযোগী ও কর্মী সমাবেশ দেওদীঘিতে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য জাফর সাদেক।
বিশেষ অতিথি চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ড. হেলাল উদ্দিন মু নোমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারী মুহাম্মদ জাকারিয়া, সাতকানিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মুহাম্মদ তারেক হোছাঈন।
এওচিয়া ইউপি জামায়াতে ইসলামীর সভাপতি মুহাম্মদ আবু বক্কর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন মুহাম্মদ ফারুক, মুহাম্মদ ইদ্রিস, ফরিদুল আলম, জসিম উদ্দীন, মু জাকারিয়া প্রমুখ।