
ফারুকুর রহমান বিনজু, পটিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়া উপজেলার মাটির ঘরের দেয়াল ধসে নিঝুম আকতার (৮) নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে আজ (১৯ আগস্ট) সোমবার সকাল ৮টায় ছনহরা ইউনিয়নের আলমদারপাড়া মাঝের বাড়ি গ্রামে।
তার পিতার নাম আবদুল মান্নান। সে স্থানীয় চাটারা নোমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী।তার বাবার অভিযোগ তার বাড়ির পাশ্ববর্তী আমিনুল হকের গুদাম ঘরের দেয়াল ধসে তার ঘুমন্ত মেয়েটি মাটি চাপা পড়ে মারা যায়।
ইউ পি চেয়ারম্যান আবদুর রশিদ দৌলতী বলেন, পুরান মাটির ঘর ধসে এক স্কুল ছাত্রী নিহত হন। পটিয়া থানার ওসি জসিম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করেন। উল্লেখ যে টানা চারদিনের প্রবল বর্ষনে উপজেলার পৌরসভা সহ ১৭টি ইউনিয়ন প্লাবিত হয়ে জনজীবন চরম ভোগান্তিতে পড়ছে। রাস্তাঘাট, মৎস্যপুকুর, ধানিজমি, বন্যার পানিতে তলিয়ে যায়।
পড়েছেনঃ ১৯১