আজ : রবিবার ║ ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ║২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১৩ই জিলকদ, ১৪৪৬ হিজরি

সাবেক এমপি লতিফ ককটেল বিস্ফোরণের ঘটনায় তিন দিনের রিমান্ডে

আদালত প্রতিবেদক : ককটেল বিস্ফোরণের ঘটনায় মহানগরের ডবলমুরিং থানায় দায়ের করা মামলায় চট্টগ্রাম-১১ আসনের (বন্দর-পতেঙ্গা) সাবেক সংসদ সদস্য এম এ লতিফের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ শনিবার (১৭ আগস্ট) চট্টগ্রামের প্রথম মেট্রোপলিটন আদালতের বিচারক জুয়েল দেব এ আদেশ দেন। এর আগে পুলিশ তাকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করে।
বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন।

তিনি বলেন, ডবলমুরিং থানায় গুলি করে জখম ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য এম এ লতিফের ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এম এ লতিফ নৌকা প্রতীকে গত চারবার নির্বাচনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। তিনি চিটাগাং চেম্বার অব কমার্সের সভাপতি ছিলেন।

গত ৯ আগস্ট নগরের পূর্ব মাদারবাড়ি নসু মালুম মসজিদ এলাকা থেকে এম এ লতিফকে হেফাজতে নিয়েছিল সেনাবাহিনী। শুক্রবার (১৬ আগস্ট) ডবলমুরিং থানায় এরশাদ নামে এক যুবক লতিফসহ ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০০ থেকে ১৫০ জনকে আসামি করে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন। মামলার পর শনিবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে বায়েজিদ বোস্তামী থানার বায়েজিদ বোস্তামী মাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ