
মুহাম্মদ ফরিদ উদ্দীন, সাতকানিয়া সংবাদদাতা : চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে বৈষম্য বিরোধী ছাত্র ও সচেতন জনসাধারণের উদ্যোগে আল্লামা সাঈদী (রহঃ) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত মাহফিলের সভাপতিত্বে করেন বাংলাদেশ জমায়াত ইসলামী কালিয়াইশ ইউনিয়ন শাখার সেক্রেটারি আলহাজ্ব আবুল বশর জিহাদি, উক্ত মাহফিলের প্রধান বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র অধ্যাপক আবদুল মাবুদ সিকদার, প্রধান মেহমান বিএনপি নেতা সাবেক মেম্বার শামসুল ইসলাম( বাবলু)।
উপস্থিত ছিলেন মোজাম্মেল হক, আবু সৈয়দ ভুট্টু, আবু জাফর, সাবেক শিবির নেতা জাহেদ, শিক্ষক মোস্তাফিজুর রহমান, নুরুল আমিন ভেট্টা, শ্রমিক কল্যান নেতা মাহফুজুর রহমান, প্রবাসী মোক্তার আহমদ, প্রবাসী রাসেল,মোহাম্মদ ইদ্রিস, আবুল কালাম, এনামুল হক, প্রবাসী আবু তাহের, বৈষম্য ছাত্র আন্দোলনের নেতাসহ অসংখ্য জমায়াত ইসলামী ও ছাত্র শিবিরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ব্যাংকার ইলিয়াছুর রহমানে সঞ্চলনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা আলহাজ্ব ক্বারি নুরুল কবির সাহেব। তিনি মরহুম আল্লামা সাঈদী(রহঃ) এবং ইসলামী আন্দোলনের সকল শহিদ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহিদদের আত্মার মাগফেরাত কামনা করেন, এবং আন্দোলনে আহত সকল ছাত্র জনতার সুস্থতা ও নতুন বাংলাদেশের সাফলতা কামনা করে আল্লাহর দরবারে দোয়া করেন।
অতিথি’রা আল্লামা সাঈদী (রহঃ) কথা আলতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়ে স্মৃতি চারণ করে আওয়ামী সরকার মিথ্যা মামলা জেল জুলুমের শিকার হওয়া এবং ছাত জনতার আন্দোলন আল্লাহর সাহায্য এই জালিম শাসকের বিদায়ে আল্লাহর শুকরিয়া আদায় করেন।