
সরওয়ার কামাল, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি : দ্বীপ উপজেলা মহেশখালীতে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩১। মহেশখালী উপজেলা প্রশাসন পহেলা বৈশাখ উপলক্ষে দিনব্যাপী বর্ষবরণ ও মেলার আয়োজন করেন। উপজেলা চত্বর থেকে ১৪ এপ্রিল সকালে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে বর্ষবরণ অনুষ্ঠান শুরু করা হয়।
পরে উপজেলা চত্বরে উন্মুক্ত মঞ্চে সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাজবীর হোসেনের সভাপতিত্বে উদীচী শিল্পী সংগঠন , সুরসৃজন শিল্পী সংগঠন এর মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও নানা আয়োজনের মাধ্যমে শুভ নববর্ষ, ১৪৩১ বঙ্গাব্দ।
পহেলা বৈশাখ ও বর্ষবরণ অনুষ্ঠান উদযাপিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এম আজিজুর রহমান বিএ, বীর মুক্তিযোদ্ধা ছালেহ আহমদ, বীর মুক্তিযোদ্ধা ডাঃ ফিরোজ খাঁন, মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকান্ত চক্রবর্ত্তী, নির্বাচন অফিসার বি কে পালসহ অনেকেই।
এতে বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠান তথা গান, নৃত্য ও কবিতা আবৃত্তি করে। শিক্ষার্থীরা অতিথিদের পান্তা- ভাত ও বৈশাখী খাদ্য দিয়ে আপ্যায়ন করে। মেলায় বৈশাখী পণ্যের দোকান ছাড়াও পিঠা-পুলির ছয়টি স্টল স্থাপন করা হয়।