আজ : শুক্রবার ║ ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ║২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১১ই জিলকদ, ১৪৪৬ হিজরি

মুরাদনগরে বাংলা নববর্ষ উপলক্ষে মৎস্য মেলা

সফিকুল ইসলাম, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি : বাংলা নববর্ষকে কেন্দ্র করে কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর বাজারে প্রতিবছরের ন্যায় এবারও বসেছে মৎস্য মেলা। ঐতিহ্যবাহী ঐতিহ্যবাহী রামচন্দ্রপুর বাজারে মৎস্য মেলায় দূর-দুরান্ত থেকে আগত হাজারও ক্রেতা-বিক্রেতার কলরবে মুখরিত হয়ে ওঠেছিল মেলা প্রাঙ্গণ। ১৪ এপ্রিল রোববার সকাল থেকে বিভিন্ন জাতের বড় আকারের মাছ সাজিয়ে বসেছিলেন মাছ বিক্রেতারা। স্থানীয় মৎস্যজীবীদের আয়োজনে বসেছিল এই মৎস্য মেলা।

মাছ ব্যবসায়ীরা বলেন, ঈদ ও পহেলা বৈশাখ ঘিরে মাছের চাহিদা অনেক বেড়েছে। আমরা সব ধরনের মাছ নিয়ে এসেছি। নববর্ষ উপলক্ষে সবাই বড় মাছটাই বেশি কিনেন। মাছের দাম একটু বেশি থাকায় আমরাও কিছুটা দাম বেশি চাচ্ছি।

 

শাহ আলম জাহাঙ্গীর নামে এক মাছ ক্রেতা জানান, মেলায় নানা জাতের বড় আকারের মাছ উঠলেও দাম বেশ চড়া। বিক্রেতাদের সঙ্গে দরাদরি করে মাছ কিনে নিতে হচ্ছে। তার পরে-ও সবাই সাধ্য মতো মাছ ক্রয় করছেন।

মৎস্য মেলায় খামারিদের চাষের মাছ রুই, কাতলা, হাঙ্গেরি রুই, পাঙ্গাস, সিলভার কার্প, ফ্রিগেট ছাড়াও ওঠে বোয়াল, চিংড়ি, টেঙড়া, পাবদা, শোল আরো নানা প্রজাতি মাছের সমারোহ এই মৎস্য মেলায়।

৭/৮ কেজি ওজনের বড় কাতলা দাম কেজি ৬ শ থেকে ৭শ টাকা বিক্রি হয়েছে। এবার ১০/১২ লাখ টাকার মাছে বিক্রি হবে বলে মৎস্য আড়ৎদারেরা জানান।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ