
আবদুল মামুন ফারুকী, নিজস্ব প্রতিবেদক (কক্সবাজার) : কক্সবাজারের পেকুয়ায় মৌলভীবাজার ফারুকীয়া সিনিয়র মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের নতুন কমিটি গঠিত হয়েছে।
১২ এপ্রিল (শুক্রবার) সকাল ১০ টায় মাদ্রাসা হলরুমে প্রাক্তন ছাত্র পরিষদের বিদায়ী কমিটির সভাপতি মাহমুদুল করিমের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার ফারুকিয়া সিনিয়র মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও টইটং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সরওয়ার কামাল চৌধুরী।
প্রাক্তন ছাত্র পরিষদ আয়োজিত ইদ পুনর্মিলনী ও বিদায়ী শিক্ষক সম্মাননা অনুষ্ঠান শেষে সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোছাইন নবগঠিত কমিটির দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করেন।
নবগঠিত কমিটির দায়িত্বপ্রাপ্তদের মধ্যে বান্দরবান সুয়ালক উচ্চ বিদ্যালয়ের হেড মওলানা মুছলেহ উদ্দিন ফারুকীকে সভাপতি, বান্দরবান জেলা শিক্ষা অফিসের পিটিআই ইন্সট্রাক্টর (সাধারণ) মু. মাহমুদুল হককে সাধারণ সম্পাদক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইমরান হাসান শাহীনকে সাংগঠনিক সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মিজানুর রহমানকে সহ-সাংগঠনিক সম্পাদক, সৌদি প্রবাসী এস.এম.আমান উল্লাহকে প্রবাসী সমন্বয় সম্পাদক,
চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী এস.এম.নিয়ামত উল্লাহকে অর্থসম্পাদক ও সাংবাদিক আবদুল মামুন ফারুকীকে প্রচার সম্পাদক করে আংশিক কমিটি গঠিত হয়েছে। অনুষ্ঠানে মাদ্রাসার অধ্যক্ষ, শিক্ষক ও প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীসহ প্রাক্তন ছাত্র পরিষদের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।