আবদুল মামুন ফারুকী, নিজস্ব প্রতিবেদক (কক্সবাজার) : টইটং বটতলী জুমপাড়া কিং স্পোর্টস ক্লাব কর্তৃক আয়োজিত JPL-2024 স্বর্ণের রিংযুক্ত কাপ ক্রিকেট টুর্ণামেন্ট এর সেমিফাইনাল রাউন্ডের ১ম ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ১৩ এপ্রিল (শনিবার) বিকাল ৩টায় কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বটতলী জুমপাড়া স্টেশন মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।
মোঃ এ.এইচ.আল মামুন এর পরিচালনায় মাদক-সন্ত্রাসমুক্ত থাকি, খেলা-ধুলায় যুক্ত থাকি শ্লোগানে ঈদের আনন্দে মেতে উঠতে মোজাফ্ফর পাওয়ার হিটার্স বনাম আর. এস. ব্ল্যাক টাইগার্স নামের দু’টি দল উক্ত জেপিএল’র সেমিফাইনাল রাউন্ডের ১ম ক্রিকেট ম্যাচে অংশ নেন।
খেলায় টস জিতে মাঠে নেমে মোজাফ্ফর পাওয়ার হিটার্স ৯ ওইকেট হারিয়ে ১৪ ওভারে ১৪৫ রান সংগ্রহ করেন এবং প্রতিপক্ষ দল আর. এস. ব্ল্যাক টাইগার্সকে ১৪৬ রানের টার্গেট ছুড়ে দেন। অন্যদিকে আর.এস. ব্ল্যাক টাইগার্স ৭ ওইকেট হারিয়ে ১৩ ওভারে ১৪৬ রান সংগ্রহ করে ম্যাচ জয়ী হন। খেলায় ১৭ বলে ৪৬ রান সংগ্রহ করে ম্যান অব দ্যা ম্যাচ জয়ী হন আর. এস. ব্ল্যাক টাইগার্স এর খেলোয়াড় মোহাম্মদ আব্দুল হাকিম।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের সিনিয়র উপদেষ্টা ও আফ্রিকা প্রবাসী ওসমান গণি, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন টইটং ১নং ওয়ার্ডের সাবেক এমইউপি ও ক্লাবের উপদেষ্টা আবুল কাসেম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক আবদুল মামুন ফারুকী, ক্লাবের উপদেষ্টা মুজিবুর রহমান প্রমুখ।