আজ : শুক্রবার ║ ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ║২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১১ই জিলকদ, ১৪৪৬ হিজরি

পেকুয়া মুক্ত স্কাউট গ্রুপে বাংলাদেশ স্কাউটস দিবস উদযাপিত

হিরু আলম, পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি :
“স্মার্ট স্কাউটিং, স্মার্ট সিটিজেন প্রতিপাদ্যে সোমবার (৮ এপ্রিল) দুপুরে পেকুয়া সেন্ট্রাল স্কুল এন্ড কলেজের হল রুমে বাংলাদেশ স্কাউটস দিবস উপলক্ষে আলোচনা সভা, স্কাউটস ওন, ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে কেরাত, আযান ও ইসলামী সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

 

পেকুয়া মুক্ত স্কাউট এর গ্রুপের সভাপতি স্কাউটার জাকের আহমদ এলটির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও সভাপতি বাংলাদেশ স্কাউটস পেকুয়া উপজেলা মোঃ সাইফুল ইসলাম।

 

অতিথির হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মোঃ মুজিবুর রহমান , পেকুয়া উপজেলা স্কাউটস কমিশনার মোঃ নাছির উদ্দীন, পেকুয়া সেন্ট্রাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আরিফ, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী ডা. গিয়াস উদ্দিন, প্রথম আলো চকরিয়া প্রতিনিধি এস.এম হানিফ।

 

পেকুয়া মুক্ত স্কাউট গ্রুপের সম্পাদক মোঃ আরকানের সঞ্চালনায় অনন্য অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম. দিদারুল করিম, পেকুয়া কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সাবেক সভাপতি মাহামুদুল করিম ফারুকী, সমকাল পেকুয়া প্রতিনিধি বেলাল উদ্দিন বিল্লাল, পেকুয়া সেন্ট্রাল স্কুল এন্ড কলেজের সেক্রেটারী মোঃ সাইফুল ইসলাম, বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক ও স্কাউট লিডার শাহরিয়ার আজাদ, ফাঁশিয়াখালী ইসলামি কামিল মাদ্রাসার সহকারী শিক্ষক নুরুন নবী ও পেকুয়া আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী ওয়াজেদ তাহের প্রমূখ।

বক্তারা বলেন, স্কাউটিং আদর্শ চরিত্রবান জাতি গঠনে সহায়ক ভূমিকা পালন করে। তাই পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের জীবনে স্কাউটিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরে কেরাত, আযান ও ইসলামী সংগীত প্রতিযোগিতায় অংশগ্রহনকারি বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

 

আলোচনা সভা শেষ দেশবাসির শান্তি ও মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন টইটং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ