আজ : শনিবার ║ ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ║২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ║ ১৭ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

বিধাতারে স্মরি

# মেহেরুন নেসা রশিদ #

সৃষ্টি করেছেন সৃষ্ট প্রাণী রুপে বিধাতা
আমাদের এ ধরায়,
ভালোবাসাময় পৃথিবীর বুকে জীবনের
আনন্দ বেদনা ছড়ায়।

জীবন এক ক্ষণকাল সময়ের বাতিঘর
এবাদতে,আনন্দের পবিত্রতায়,
ঊষালগ্ন হতে রাত্রির প্রহর নিমগ্ন চেতনা
সময়ের করিডোর পাতায়।

সুখ দুঃখের বন্ধন শৈলীতে আশালতা
সত্যের চলে অনুসন্ধান,
যেথায় মিথ্যাচারের গোগল পথিক
সেথায় থাকে না সন্মান।

প্রতি নিয়তই মানবাত্মার চলে যুদ্ধ ছয়রিপু
ঘুণপোকাদের চলে আমন্ত্রণ,
বেলাশেষে খাবি খায় অনুশোচনা বিবেক
পালা বদল নিমন্ত্রণ।

মানবাত্মার জ্ঞান গরিমা সমুদ্রের বিশালতা
প্রাণের ফারাক দিগম্বর,
তবু মানব অহেতুক মনের আদিখ্যেতার বলেই
জীবন করে নড়বড়।

বিধাতার অপার মহিমায় সুন্দর এ ধরা
সুন্দর তব দেহঘড়ি,
শুকরিয়া মানবাত্মার সৃষ্টিশীলতায়
অসীম বিধাতারে স্মরি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ