# মেহেরুন নেসা রশিদ #
সৃষ্টি করেছেন সৃষ্ট প্রাণী রুপে বিধাতা
আমাদের এ ধরায়,
ভালোবাসাময় পৃথিবীর বুকে জীবনের
আনন্দ বেদনা ছড়ায়।
জীবন এক ক্ষণকাল সময়ের বাতিঘর
এবাদতে,আনন্দের পবিত্রতায়,
ঊষালগ্ন হতে রাত্রির প্রহর নিমগ্ন চেতনা
সময়ের করিডোর পাতায়।
সুখ দুঃখের বন্ধন শৈলীতে আশালতা
সত্যের চলে অনুসন্ধান,
যেথায় মিথ্যাচারের গোগল পথিক
সেথায় থাকে না সন্মান।
প্রতি নিয়তই মানবাত্মার চলে যুদ্ধ ছয়রিপু
ঘুণপোকাদের চলে আমন্ত্রণ,
বেলাশেষে খাবি খায় অনুশোচনা বিবেক
পালা বদল নিমন্ত্রণ।
মানবাত্মার জ্ঞান গরিমা সমুদ্রের বিশালতা
প্রাণের ফারাক দিগম্বর,
তবু মানব অহেতুক মনের আদিখ্যেতার বলেই
জীবন করে নড়বড়।
বিধাতার অপার মহিমায় সুন্দর এ ধরা
সুন্দর তব দেহঘড়ি,
শুকরিয়া মানবাত্মার সৃষ্টিশীলতায়
অসীম বিধাতারে স্মরি।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2026 Desh Chinta. All rights reserved.