
দেশচিন্তা ডেস্ক : রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) চট্টগ্রাম রিজিয়নের ইফতার মাহফিল ২৫ মার্চ সোমবার চটগ্রাম ক্লাব এর ব্যাংকুইট হলে অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন রিহ্যাব এর সম্মানিত প্রেসিডেন্ট মোঃ ওয়াহিদুজ্জামান, ভাইস প্রেসিডেন্ট (ফাইন্যান্স) আবদুর রাজ্জাক।
রিহ্যাব এর সম্মানিত প্রেসিডেন্ট মোঃ ওয়াহিদুজ্জামান আয়োজিত ইফতার
মাহফিলে আগত অতিথিবৃন্দকে শুভেচ্ছা জ্ঞাপন ও আন্তরিক অভিনন্দন জানান।
রিহ্যাব এর ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান হাজী দেলোয়ার হোসেন রিহ্যাব আয়োজিত ইফতার মাহফিলে শুভেচ্ছা
বক্তব্য দেন।
ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন রিহ্যাবের পরিচালক লায়ন সুরুজ সরদার, পরিচালক আলহাজ প্রফেসর মোঃ ফারুক আহমেদ, পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান-১ মোরশেদুল হাসান, রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্য এ্যাডভোকেট আবদুল কাইউম ভূঁইয়া, সৈয়দ ইরফানুল আলম, মিসেস সারিস্থ বিনতে নূর, নূর উদ্দিন আহম্মদ, মাইনুল হাসান, রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের সদস্যবৃন্দ, সরকারী-বেসরকারী বিভন্ন দপ্তর ও প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
ইফতার মাহফিলে দেশ ও জাতির সুখ, সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।