আজ : শনিবার ║ ৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ║২৩শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ║ ৮ই রমজান, ১৪৪৬ হিজরি

বাংলাদেশের ব্যাটিং দেখে হতাশ রাজ্জাক

বাংলাদেশকে ৫১১ রানের পাহাড়সম লক্ষ্য দিয়েছে শ্রীলংকা। ব্যাটিংয়ে নেমে দিনের শেষ বিকালে পাঁচ উইকেট হারিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। বাংলাদেশের ব্যাটিং দেখে হতাশ নির্বাচক রাজ্জাক।

শ্রীলংকার বিপক্ষে সিলেট টেস্টে বাংলাদেশ দলের পারফরম্যান্স যাচ্ছেতাই। এক সঙ্গে একাধিক সিনিয়র ক্রিকেটারের অনুপস্থিতি অভিজ্ঞতায় অনেক পিছিয়ে পড়েছে তারা। দলের যাচ্ছেতাই ব্যাটিং নিয়ে চরম হতাশ নির্বাচক রাজ্জাক। ব্যাটিংয়ের ব্যাখ্যা দিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘সিনিয়রদের অভাব নয়, এই খেলোয়াড়দের ভালো সুযোগ ছিল। ব্যাটিং ভাবলে খুবই অপ্রত্যাশিত ও অগ্রহণযোগ্য। এ রকম ব্যাটিং এভাবে বিশেষ করে দ্বিতীয় ইনিংসে। আমি নিজেই হতাশ।’

লিটনদের নিয়ে এখানেও হতাশ রাজ্জাক, ‘উইকেটে সমস্যা হবে কি না? কিছুক্ষণ আগে ওরা দুজন সেঞ্চুরি করে গেল। আধ ঘণ্টায় উইকেটে আকাশপাতাল পার্থক্য হয়ে যাবে নাকি? আমাদের প্রয়োগে সমস্যা। আমাদেরই ভুল।’

শেষ বিকালে লিটন যেভাবে ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে আজ গোল্ডেন ডাক মেরে ফিরেছেন তা নিয়েও চরম হতাশ রাজ্জাক, ‘হতাশজনক। একজন সিনিয়র ব্যাটারের এভাবে আউট হওয়া ঠিক না। লিটন একা বলে নয়, এখানে ৫ উইকেট পড়ে গেছে। সবারই ভুল। যারা টেস্ট খেলছে, এর বয়স কম, ও ছোট, সে এখনো বড় হয়নি, পাকাপোক্ত হয়নি—এসব বলার আসলে সুযোগ নেই। যেহেতু সে টেস্ট খেলতে নেমেছে। সে এসব পরিস্থিতি আসলে সামলাতে পারবে বলেই তো তাকে সুযোগ দেওয়া হয়েছে। যেহেতু খারাপ হয়েছে সবারই দায় আছে। শুধু লিটন, শান্তর একার দায় নয়।’

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ