
সরওয়ার কামাল, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি : মহেশখালী রেঞ্জ উপকূলীয় বনবিভাগ চট্রগ্রামের আয়োজনে শাপলাপুর ইউনিয়নের দিনেশপুর এলাকায় সুফল প্রকল্পের সুবিধাভোগী বনলতা ও স্বর্ণলতা বন সংরক্ষণ গ্রামের সতেজকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২০ই মার্চ সকাল ১০টায় দিনেশপুর বিট অফিসে দিনেশপুর বিট অফিসার মঞ্জুরুল মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মহেশখালী রেঞ্জ কর্মকর্তা এসএম এনামুল হক।
বিশেষ অতিথি ছিলেন বারিয়াপাড়া মডেল একাডেমির প্রধান শিক্ষক এম. আব্দুল হান্নান। কর্মশালায় সিএফএমসি, ভিসিএসসি ও এফএসি কমিটির সকল সদস্যগন উপস্থিত ছিলেন।
পড়েছেনঃ ১৩০