আজ : মঙ্গলবার ║ ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ║৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ║ ১৮ই রমজান, ১৪৪৬ হিজরি

বিপিএলের পর এবার শুরু হয়েছে ডিপিএল

ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে ক্রিকেটপাড়ায় উৎসাহের কমতি নেই। বছরখানেক আগে সাকিব আল হাসান বিপিএলের অব্যবস্থাপনার তুলনা দিতে গিয়ে বলেছিলেন, বিপিএলের চেয়েও কিছু ক্ষেত্রে ডিপিএলের আয়োজন ভালো। ঢাকার এ ঘরোয়া ক্রিকেট খেলতেই এককালে বাংলাদেশে এসেছিলেন ওয়াসিম আকরাম, সনাৎ জয়সুরিয়াদের মতো তারকারা।

সেই ডিপিএলের আসর শুরু হয়েছে সোমবার। নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে সাকিব আল হাসানের দল শেখ জামাল ও তামিম ইকবালের প্রাইম ব্যাংক। যদিও তামিম মাঠে থাকলেও, এদিন খেলেননি সাকিব। আর আজ ডিপিএলে নিজেদের মিশন শুরু করবে মাহমুদউল্লাহ রিয়াদ ও মেহেদি হাসান মিরাজের মোহামেডান। আজ সকাল ৯টায় সিটি ক্লাবের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে মোহামেডানের মৌসুম।

গত মৌসুমে মোহামেডানে ছিলেন সাকিব। এবার তাকে ছেড়ে দিয়েছে মতিঝিলের ক্লাবটি। সাকিবের ঠিকানা এখন শেখ জামাল ধানমণ্ডি। মোহামেডানে চলতি মৌসুমে তারকার ছড়াছড়ি নেই সেই অর্থে। মাহমুদউল্লাহ ও মিরাজকেই বলা যেতে পারে বড় তারকা। এ দুজনকেও আবার মৌসুমের প্রথম দিকে পাওয়া যাবে না শ্রীলংকার বিপক্ষে সিরিজের কারণে।

ব্যস্ত থাকলেও নিজেদের ক্লাবের জন্য ঠিকই বার্তা পাঠিয়েছেন দুই তারকা। চট্টগ্রাম থেকে ভিডিওবার্তার মাধ্যমে জানিয়েছেন শুভকামনা। গতকাল জার্সি উন্মোচনের সময়েও এই দুজনের জন্য জায়গা ছেড়েই দাঁড়িয়েছিলেন মোহামেডানের বাকি খেলোয়াড়রা।

চট্টগ্রাম থেকে ভিডিওবার্তায় মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, খুবই আশাবাদী। আমার মনে হয়, আমাদের দলটা খুবই ভালো হয়েছে। আমি আশা করি, আমরা যদি শর্ট টার্ম গোলগুলো অ্যাচিভ করতে পারি, ইনশাআল্লাহ, যেটা আমাদের লং টার্ম গোল, সবাই জানে আমরা চ্যাম্পিয়ন হতে চাই। তবে তার আগে আমাদের নিশ্চিত করতে হবে, আমরা আমাদের শর্ট টার্ম গোলগুলো যেন অ্যাচিভ করতে পারি।

নিজের ভূমিকা নিয়েও সচেতন অভিজ্ঞ এই অলরাউন্ডার, ‘আমার ভূমিকাটা অবশ্যই গুরুত্বপূর্ণ দলের জন্য এবং আমি আশাবাদী যখন আমি মোহামেডান শিবিরে যোগ দেব, আমি আশা করি ভূমিকা রাখব।’

স্কোয়াডে তারকা না থাকলেও আশাবাদী অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, ‘প্রত্যেকটা জায়গায় ভালো ভালো খেলোয়াড় আছে। আমি আছি, রিয়াদ ভাই আছেন, ইমরুল ভাই আছেন, রনি তালুকদার, নাসুম, নাঈম হাসান আছেন। সব মিলিয়ে আমাদের টিমটা খুবই ভালো হয়েছে। আশা করি, আমরা এবার খুবই ভালো ক্রিকেট খেলব।

শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ করে মোহামেডানে যোগ দেবেন মাহমুদউল্লাহ। আর মিরাজ যোগ দেবেন টেস্ট সিরিজ শেষে। দলটির অধিনায়ক হিসেবে থাকছেন ইমরুল কায়েস।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ