মুহাম্মদ ফরিদ উদ্দীন, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার ১১ নং কালিয়াইশ ইউনিয়নের পুর্ব কাঠগড় নিবাসী বীর মুক্তিযোদ্ধা মোঃ ওসমান গনী ৭ মার্চ রাতে নিজ বাস ভবনে ইন্তেকাল করেন।
আজ ৮ মার্চ সকাল ১০.৩০ ঘটিকায় বাঙালি জাতির সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধা জনাব মুহ: ওসমান গনি’র অন্তিম যাত্রায় সাতকানিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অফ অনার প্রদান করা হয়।
গার্ড অফ অনার প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী, সাতকানিয়া থানার এস আই মোঃ খায়রুল হাসান। রাষ্ট্রীয় অনুষ্ঠান শেষে পূর্ব কাঠগড় আলিফ মসজিদ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
উক্ত জানাজায় উপস্থিত ছিলেন কালিয়াইশ ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাফেজ আহমদ, উপজেলা মুক্তিযোদ্ধানেতা হুমায়ুন কবির, বীর মুক্তিযোদ্ধা আনদুল মোনাফ, কালিয়াইশ ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি নুরুল হাকিম চৌধুরী, সাধারণ সম্পাদক মাষ্টার মহিউদ্দিন, উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল কালাম আজাদ ডালু।
এছাড়াও বিভিন্ন সমাজিক সংগঠনের পক্ষে থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।