
নিজস্ব প্রতিবেদক, ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি : বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমলের সংসদীয় আসন ঈদগাঁও উপজেলার স্থানীয় সহকারি হিসেবে নিয়োগ পেয়েছেন মিজানুল হক । হুইপ সাইমুম সরওয়ার কমল এমপি’র একান্ত সচিব ড. মো: আশরাফ আলী ২৫ ফেব্রুয়ারি ২০২৪ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
একই বিজ্ঞপ্তিতে আরো দুজন যথাক্রমে আবু বক্কর ছিদ্দিক (রামু উপজেলা) ও মোহাম্মদ আলী ছোটন (সদর উপজেলা) কে নিয়োগের বিষয়ে উল্লেখ করেন। এ-বিজ্ঞপ্তিতে দায়িত্বযপ্রাপ্ত ব্যক্তি ব্যতীত অন্য কোন ব্যক্তিকে হুইপ কমলের কর্মকর্তার পরিচয় না দেওয়ার নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।
মিজানুল হক কক্সবাজার সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি। তিনি বিগত সময়েও এমপি কমলের স্থানীয় সহকারী হিসেবে দক্ষতার সঙ্গে কাজ করে গেছেন।
পড়েছেনঃ ১৫১