আজ : শুক্রবার ║ ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ║২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১১ই জিলকদ, ১৪৪৬ হিজরি

কেঁদে যায় বোবাপাখি

## কবি নূরনাহার নিপা ##

 

প্রেম মরে গেলে স্মৃতি মুছে যায়
রয়ে যায় কিছু গাঢ় দাগ
বহুদিন একসাথে থাকার পর-
ফোটে কিছু সুগন্ধি ফুল,
আকাশে জমে জোসনার আভা।

 

রাঙামাটির রাঙা পাহাড়টি এখন –
ভাঙা পাঁজর নিয়ে নিরবে কাঁদছে,
সেইসব রজনীগন্ধা রাতগুলো;
অবিরাম করে জলপ্রপাত গোপন ঝর্ণায়।
যমুনার জল বেড়ে যায় যন্ত্রণায়
উষ্ণ পাথর গলছে কার ছলনায়!

 

প্রাণপণ ধরে রাখি স্মৃতির মায়াবী হরিণ
ক্ষাণিকটা বন্য, তবুও…
অবিরত কেঁদে যায় বোবাপাখি;
শুধু তোমার জন্য।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ