
দেশচিন্তা ডেস্ক : চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানায় আত্মগোপনে থাকা চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি পর্যুত রক্ষিত ওরফে অজয়কে (৪৮) দীর্ঘ ২৭ বছর পর গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব-৭)।
আজ রবিবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নগরের ইপিজেড থানার ফ্রিপোর্ট মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার পর্যুত রক্ষিত ওরফে অজয় চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া গ্রামের শান্তি রক্ষিতের ছেলে।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার জানান, আসামি অজয় গ্রেপ্তার এড়াতে দীর্ঘ ২৭ বছর দেশের বিভিন্ন স্থানে লুকিয়ে ছিলেন। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে রাউজান থানায় হস্তান্তর করা হয়েছে।
পড়েছেনঃ ১৩৭