আজ : শুক্রবার ║ ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ║২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১১ই জিলকদ, ১৪৪৬ হিজরি

সাতকানিয়ায় ফসলি জমি থেকে কৃষকের মরদেহ উদ্ধার 

মো.ইকবাল হোসেন, নিজস্ব প্রতিবেদক, সাতকানিয়া : চট্টগ্রামের সাতকানিয়ায় কচু ক্ষেত থেকে আবদুল আজিজ (৪৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আবদুল আজিজ উপজেলার নলুয়া ইউনিয়নের পশ্চিম নলুয়া ১ নম্বর ওয়ার্ড মজিদের পাড়া এলাকার মাওলানা আবদুল মজিদের ছেলে।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় নলুয়া ইউনিয়নের ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মধ্যবর্তী পেরগোয়া খালের পার্শ্বে নলুয়ার বিল থেকে স্থানীয়রা দেখতে পেয়ে স্বজনরা মরদেহটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আবু সাদাত বলেন, নিহতের পায়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে, তবে শরীরে গুরুতর তেমন জখম নেই। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার বলেন, আজিজ নামে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পারিবারিক সূত্রে জানা যায়, স্থানীয় এক ব্যক্তির সাথে মারামারি সংক্রান্ত দ্বন্ধ ছিল আজিজের। সেটা থেকে হত্যাকাণ্ড হতে পারে। নিহতের লাশ উদ্ধারের সময় গলায় গামছা প্যাঁচানো ছিল বলে জানায় স্বজনরা।
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ