আজ : বুধবার ║ ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ║২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ║ ৯ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

নায়ক মান্নার ১৬তম মৃত্যুবার্ষিকী পালিত

চট্টগ্রামে প্রয়াত চিত্রনায়ক মান্নার ১৬তম মৃত্যুবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। মৃত্যুবার্ষিকী উপলক্ষে “মান্না ফাউন্ডেশন ” চট্টগ্রাম বিভাগের উদ্যোগে খতমে কোরআন, দোয়া মাহফিল সহ এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়। ১৭ ফেব্রুয়ারি (শনিবার) সকালে মান্না ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে এ কর্মসূচি পালিত হয়।

 

চলচিত্র জগতের হারিয়ে যাওয়া উজ্জ্বল নক্ষত্র চিত্রনায়ক মান্না। মৃত্যুর এক যুগেরও অধিক সময় পেরিয়ে গেলেও ভুলতে পারেনি ভক্তরা। স্মরন রেখেছেন তাদের প্রিয় নায়ককে। চিত্রনায়ক মান্নার ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মান্না ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের উদ্যোগে নানা কর্মসূচি পালিত হয়েছে। সকালে খতমে কোরআন, দোয়া মাহফিল সহ এতিম শিশুদের মাঝে খাবার বিতরণের পাশাপাশি আলোচনা সভা শেষে মান্নার মাগফেরাত কামনায় মোনাজাত করেন মৌলানা দিদারুল আলম নিজামী ।

 

এতে উপস্থিত ছিলেন মান্না ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সভাপতি মুহম্মদ এনামুল হক মিঠু, সাধারণ সম্পাদক, রাকিব হোসাইন। এছাড়াও সহ-সভাপতি মোহাম্মদ জামাল উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ মোজাম্মেল হক (হিরু), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ ইউনুছ, ও প্রকাশনা সম্পাদক জোবাইর বিন জিহাদী প্রমুখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ