
ফারুকুর রহমান বিনজু, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : সকল জল্পনা-কল্পনার অবসান শেষে দীর্ঘ ৪ মাস পরে চট্টগ্রামের পটিয়ার আল জামেয়া ইসলামিয়া মাদরাসার মহাপরিচালক আল্লামা আবু তাহের নদভী। প্রায় ৫ ঘণ্টা শুরা কমিটির সদস্যদের নিয়ে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে বৈঠক শেষে গত বুধবার রাত ৯ টায় শূরা কমিটির পক্ষ থেকে মহাপরিচালক হিসেবে মাওলানা আল্লামা আবু তাহের নদভীর নাম ঘোষণা করা হয়েছে।
১৪ ফেব্রুয়ারি বুধবার রাতে মাদ্রাসার পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে জানান, মাওলানা ওবায়দুল্লাহ হামযার পদত্যাগ পত্র স্থায়ী ভাবে গৃহিত করা হয়েছে। হামযা মাদ্রাসায় ফিরে আসার কোন পথ খোলা নেই। মাদ্রাসার ছাত্র, শিক্ষকসহ কেউ তাকে দেখতে চান না।
শূরা কমিটির বৈঠক শেষে মাওলানা সালাহ উদ্দিন নানুপুরী বলেন, পুরাতন শুরা কমিটির ১৫ জনের মধ্যে ৮ জনসহ মোট ১৯ জন শূরা সদস্যসহ মোট ২৭ জন আলেমের মতামত ভিত্তিতে আল্লামা আবু তাহের নদভীকে গত বুধবার রাতে মাদ্রাসার পক্ষ থেকে নতুন মহাপরিচালক হিসেবে মনোনীত করা হয়েছে। বৈঠকে সিদ্ধান্তের মধ্যে রয়েছে, মাদ্রাসার সভাপতি শায়খুল হাদীস আল্লামা হাফেজ আহমদুল্লাহ, মহাপরিচালক আল্লামা আবু তাহের নদভী, সিনিয়র শিক্ষক মাওলানা ওসামা হারুন।
শূরা বৈঠকে উপস্থিত ছিলেন হেফাজতে আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী, হাটহাজারী মাদ্রাসা পরিচালক মুফতি খলিল আহমদ কাসেমী, নানুপুর ওবাইদিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা সালাহ উদ্দিন নানুপুরী, জিরি মাদ্রাসার পরিচালক মুফতি খোবাইব, শুলকবহর মাদ্রাসার পরিচালক মাওলানা হারুন, ফেনী মাদ্রাসার মুফতি আফজালুর রহমান, পটিয়া রাজঘাট মাদ্রাসার পরিচালক মাওলানা হাবিবুল ওয়াহেদ, পটিয়া জামেয়া মাদ্রাসার পরিচালনা পর্যদের আহ্বায়ক মাওলানা আবু তাহের নদভী, পটিয়া মাদ্রাসার মজলিসে এদারীর প্রধান হাফেজ আহমদ উল্লাহ, পটিয়া মাদ্রাসার মুফতি ও মুহাদ্দিস মাওলানা সামসুদ্দীন জিয়া, মাওলানা আমান উল্লাহ, মাওলানা আব্দুল হক হক্কানি, রিজওয়ান জমিরাবাদী ও মুফতি আশেক মাওলানা জাহেদ উল্লাহ, আনজুমানে ইত্তেহাদুল মদারিস বাংলাদেশ’র মহাসচিব মুফতি একরাম হোসেন অদুদী বিশিষ্ট ব্যবসায়ী এনাম প্রমুখ।