
সাতকানিয়া সংবাদদাতা : সাতকানিয়া দুরদরী মুহাম্মদীয়া দাখিল মাদারাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে চট্টগ্রাম প্রেস মালিক সমিতির সহ-সভাপতি আবদুল মালেক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে কোরআন তেলোয়াত করেন হাফেজ মোহাম্মদ রিয়াজ উদ্দীন, নাতে রাসুল পরিবেশ করেন- ৯ম শ্রেণির ছাত্রী মোছাম্মৎ তোহা ও রেখা, উদ্ভোধনি বক্তব্য রাখেন অত্র মদ্রাসার অধ্যক্ষ কাজী মোহাম্মদ আমীন হানাফী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মমতাজ উদ্দীন আহমদ, অনুষ্ঠান পরিচালনা করেন- অত্র মাদ্রসার সিনিয়র মাওলানা নুরুল কাদের, দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ওমর ফারুক, আলোচনা করেন মাওলানা মোঃ আনোয়ার হোসেন খান জিহাদী, জাহাঙ্গীর আলম জিহাদী,
আলহাজ্ব আইয়ুব আলী ছনুয়া, খোরশেদ আলম হিরু, আলহাজ্ব নাছির উদ্দিন বদুয়া, মোহাম্মদ ফারুক (পানি চরতী), সাইফুদ্দিন সাইফুল, মাওলানা আজিজুর রহমান, মাওলানা আনিসুল হক চৌধুরী, মাস্টার বশির আহমেদ, মাওলানা মোঃ ফারুক, মাওলানা নজির হোসেন আনচারী, জনাব মোহাম্মদ ইসলাম, গোলাম সোবহান, হাফেজ মিনহাজুর রহমান, নুরুন্নবী, কুতুব উদ্দিন।
সভাপতির বক্তব্যে বলেন দাখিল উত্তীর্ণ অ+ প্রাপ্ত শিক্ষার্থীকে ৫০০০/- টাকা করে এবং অ+ প্রাপ্ত বিষয়ের শিক্ষক ও অভিভাবদেরকে বিশেষ পুরস্কারের ঘোষনা দেন। ও মাদ্রসার জরুরী কার্যাদী সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করেন।