
নিজস্ব প্রতিবেদক, সাতকানিয়া :
চট্টগ্রামের সাতকানিয়ায় অজ্ঞাত একটি গাড়ির চাপায় একজন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।বুধবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মিঠার দোকান এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটনা ঘটে।
নিহত মো. বাহার উদ্দিন (৫০) সাতকানিয়া উপজেলার সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড চিব্বাড়ি ফকিরপাড়া এলাকার মৃত আলতাব মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীর বরাতে জানা গেছে, নিহত মোটরসাইকেল আরোহী ব্যবসার কাজে প্রতিদিন এ রাস্তা দিয়ে চলাচল করে। আজ সড়কের উপর কোন এক অজ্ঞাত গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে মারা যান তিনি। ঘাতক গাড়িটি চাপা দিয়ে পালিয়েছে, দুর্ঘটনা কবলিত বাইক এবং লাশ উদ্ধার করে দোহাজারী হাইওয়ে থানায় নেওয়া হয়েছে।
দোহাজারী হাইওয়ে থানার ওসি খান মুহাম্মদ এরফান বলেন, আজ ভোরে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।