
মুহাম্মদ ফরিদ উদ্দীন, চন্দনাইশ-সাতকানিয়া আংশিক (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে দিনব্যাপী পিঠা উৎসব সোমবার (১২ ফেব্রুয়ারি) সকালে উদ্বোধন করেন চট্টগ্রাম ১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসেনের সংসদ সদস্য আলহাজ্ব এম, এ, মোতালেব সিআইপি ।
সাতকানিয়া উপজেলা সহকারি প্রোগ্রামার আনোয়ার হোসেন এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার মিল্টন বিশ্বাস এর সভাপতিত্বে আয়োজিত পিঠা উৎসবে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতকানিয়া পৌর মেয়র মোহাম্মদ জোবায়ের, সাতকানিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আনজুমান আরা, উপজেলা ভাইস চেয়ারম্যান সালাহ উদ্দিন হাসান চৌধুরী , অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান, সাতকানিয়া উপজেলা সহকারি কমিশনার ভূমি আরাফাত সিদ্দিকী,
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ প্রিটন সরকার, প্রকৌশলী পারভেজ সারোয়ার হোসেন, উপজেলা প্রকৌশলী, সাতকানিয়া প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ মাহফুজ-উন নবী খোকন, উপজেলার সহকারী শিক্ষা অফিসার কৃষ্ণ লাল দেবনাথ, উপজেলা আনসার ভিডিপি অফিসার কহিনূর আক্তার।
এম এ মোতালেব সিআইপি বলেন, সাতকানিয়ার আরো বেশি বেশি উৎসব আয়োজন প্রয়োজন। মানুষকে সৃজনশীল হতে হলে সুন্দর সুন্দর উদ্যোগ গ্রহণ করা অতীব প্রয়োজন। বিভিন্ন উৎসবের মাধ্যমে উদ্যোক্তাদের নানান রঙ্গের পিঠা বানাতে সবসময় উৎসাহ দিতে হবে।