আজ : বুধবার ║ ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ║১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ║ ৭ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সাতকানিয়া মোবাইল কোর্টের অভিযান ৫ জনের কারাদন্ড, ডাম্পার জব্দ ২

মুহাম্মদ ফরিদ উদ্দীন, চন্দনাইশ-সাতকানিয়া আংশিক(চট্টগ্রাম) প্রতিনিধি : সাতকানিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ০৬ ফেব্রুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে গত রাত ১১ টা হতে আজ রাত ৪ টা পর্যন্ত টানা অভিযান চালিয়ে খাগরিয়া, কাঞ্চনা এবং ঢেমসা ইউনিয়নের উৎপাদনশীল কৃষি জমির উপরিভাগের মাটি (টপসয়েল) কাটার সময় পাঁচজনসহ দুটি ডাম্পার হাতেনাতে আটক করা হয়।

 

পরবর্তীতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় মোবাইল কোর্টের মাধ্যমে আটককৃত প্রত্যেককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

 

কারাদন্ড প্রাপ্তরা হলেন- দক্ষিণ চরতীর মো: কামালের পুত্র মো: আরফাত (২৮), নতুন চরখাগরিয়া, ১নং ওয়ার্ডের মৃত তোফাইল আহমদের পুত্র তৌহিদুল আলম বাবুল (৪৩), চন্দনাইশ হাসেমপুর, ৮নং ওয়ার্ডের মৃত আব্দুল মজিদের পুত্র মো: ছিদ্দিক (৫০), নোয়াখালী সদর মাইজদী, ৫ নং ওয়ার্ডের মো বাবুলের পুত্র মো শাহাদত (২০), উত্তর ঢেমশা ৫নং ওয়ার্ডের আমির হামজার পুত্র মোং আজম গীর (৩২)।

 

মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস। মোবাইল কোর্টে সহযোগিতা করেন সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ ও আনসার বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
জনস্বার্থে উপজেলা প্রশাসন, সাতকানিয়া, চট্টগ্রামের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ