আজ : সোমবার ║ ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ║১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ║ ২৪শে রমজান, ১৪৪৬ হিজরি

সাতকানিয়ায় চরতি ইউপি চেয়ারম্যানের ওপর হামলা

নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চরতী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রুহুল্লাহ চৌধুরীর ওপর হামলার ঘটনা ঘটেছে।সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে ইউনিয়ন পরিষদের ভেতরেই এ হামলার ঘটনা ঘটে।
চেয়ারম্যান রুহুল্লাহ চৌধুরী সাতকানিয়া-লোহাগাড়া আসনের সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নিজামুদ্দিন নদভীর শ্যালক।
আহত রুহুল্লাহ চৌধুরী বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সাতকানিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সাবেক এমপি নদভীর স্ত্রী ও আহত চেয়ারম্যানের বড় বোন রিজিয়া রেজা চৌধুরী অভিযোগ করেন, বিগত নির্বাচনে নৌকার পক্ষে কাজ করায় সন্ত্রাসীরা এ হামলা করেছে।
সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) আতাউল হক চৌধুরী বলেন, ‘আমরা বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানার চেষ্টা করছি।’
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, চেয়ারম্যানের ওপর হামলার ঘটনায় পুলিশ গুরুত্বসহকারে তদন্ত করছে। এঘটনায় এখনো কেউ থানায় লিখিত অভিযোগ করেনি। এই বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এর আগে, নির্বাচনী প্রচারে গত বছরের ২১ ডিসেম্বর দক্ষিণ চরতী এলাকায় রুহুল্লাহর ওপর আরো একবার হামলার ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় রুহুল্লাহসহ আরো অন্তত ১০ থেকে ১২জন আহত হয়।
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ